Sikkim: সিকিম আসছেন প্রধানমন্ত্রী! বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ

People's Reporter: সিকিম রাজ্যের মর্যাদা পেয়েছে ৫০ বছর আগে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার গ্যাংটকে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Sikkim: সিকিম আসছেন প্রধানমন্ত্রী! বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ
ফাইল ছবি
Published on

আগামী বৃহস্পতিবার সিকিমের রাজধানী গ্যাংটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে। সেকারণে ওই দিন সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ দিয়েছে সিকিম সরকার।

সিকিম রাজ্যের মর্যাদা পেয়েছে ৫০ বছর আগে। সেই ঘটনার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার গ্যাংটকে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সিকিম সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ২৯ মে যে সমস্ত পর্যটকদের গ্যাংটকে ছাড়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের সকাল ৬টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর সফরের দিন পাহাড়ি রাস্তায় যাতে যানজট পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত।

সিকিমের পর্যটন বিভাগের তরফ থেকে জারি করা ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘‘সিকিম রাজ্যের মর্যাদা পাওয়ার ৫০ বছর পূর্তি ছিল ২০২৫ সালের ১৬ মে। এই উপলক্ষে ২৯ মে রাজ্যে একটি কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী"।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ওই দিন যান চলাচল যাতে নির্বিঘ্নে হয় এবং নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে, ওইদিন যে সমস্ত পর্যটকদের গ্যাংটক ছাড়ার পরিকল্পনা রয়েছে তাঁদের সকাল ৬টার মধ্যে গ্যাংটক ছাড়তে অনুরোধ করা হচ্ছে"। তবে গ্যাংটক ছাড়া অন্য পর্যটনস্থলের পর্যটকদের জন্য কোনও রকম নির্দেশিকা জারি করেনি সিকিম সরকার।

সিকিম রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছিল ১৯৭৫ সালের ১৬ মে। সেই উপলক্ষ্যে গত ১৬ মে রাজ্যের সুবর্ণজয়ন্তীতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছিলেন, রাজ্যের সঙ্গে সৌন্দর্য, সংস্কৃতি এবং পরিশ্রমী মানুষজন জড়িয়ে রয়েছেন। রাজ্যের মানুষজন এইভাবেই সমৃদ্ধ হতে থাকুক।

Sikkim: সিকিম আসছেন প্রধানমন্ত্রী! বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! এবার এনআইএ-এর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান
Sikkim: সিকিম আসছেন প্রধানমন্ত্রী! বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ
Pahalgam: পহেলহগাঁওয়ে স্বামীহারাদের নিয়ে 'বিতর্কিত' মন্তব্য, চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in