

ঝাড়খন্ড বিহার সীমান্ত অঞ্চলে গরু চোর অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হল এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম পাপ্পু আনসারি (৪৬)। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ঝাড়খন্ডের গোড্ডা জেলায়। তিনি বিহারের বাঁকা-র শ্যামবাজার থেকে পশু কিনে ফিরছিলেন। পাথরগামা পুলিশ থানার অন্তর্গত রানীপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন।
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার নিহত পাপ্পু আনসারির পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আয়েশা বেগমের অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় পোড়াইয়াহাট পুলিশ থানার অন্তর্গত মাটিহানি গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি পাপ্পু আনসারির পথ আটকায়, তাঁর নাম জিজ্ঞাসা করে এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করা হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তিনি আইনগত ভাবেই পশু কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের এক আত্মীয় জানিয়েছেন, নিহত ব্যক্তি মূলত এক বাজার থেকে অন্য বাজারে পশু পরিবহনের কাজ করতেন। বহু বছর ধরেই তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং নিজের পিক আপ ভ্যানে করেই তিনি পশু নিয়ে যেতেন। বুধবার রাত এগারোটা নাগাদ ফেরার সময় তাঁর ওপর হামলা চালায় জনা ২৫-এর এক দল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, প্রথমে ওই ব্যক্তির গাড়ি থামানো হয় এবং তারপর তাঁকে প্রশ্ন করা শুরু হয়। এই সময় গাড়িতে থাকা অন্যেরা পালিয়ে যেতে সক্ষম হলেও পাপ্পু আনসারি ধরা পড়ে যান এবং তাঁকে মারধোর শুরু করে। নিহতের আত্মীয়ের অভিযোগ, নাম শুনে মুসলিম বুঝতে পারার পরেই তাঁকে মারা শুরু হয়। এর সঙ্গে গোরু চুরির কোনও সম্পর্ক নেই।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে এর আগে বেশ কিছু অভিযোগ ছিল এবং বেশ কয়েকবার তিনি কারাবাস করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন