
কাশি কমাতে ডাক্তারের দাওয়াই নাকি সিগারেট! এক ৫ বছরের শিশুর ঠোঁটে সিগারেট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন চিকিৎসক। ঠান্ডা লাগার প্রতিষেধক হিসাবে এই অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছেন ওই সরকারি হাসপাতালের চিকিৎসক বলে অভিযোগ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)।
ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ উত্তরপ্রদেশের কুঠাউন্ডের স্বাস্থ্যকেন্দ্রে। সেই সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে ছিলেন সুরেশ চন্দ্র নামের এক চিকিৎসক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সুরেশবাবু পকেট থেকে সিগারেট বের করে এক শিশুর মুখে দিয়েছেন। তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর শিশুটিকে ভিতরে ধোঁয়া টানার জন্য বলছেন।
শিশুটির বাবা-মা এই ঘটনা দেখে হতবাক হলে, চিকিৎসক তাঁদের জানিয়েছিলেন, এর ফলে কাশি দূর হয়ে যাবে। এমনকি এর জন্য ওই পরিবারের কাছ থেকে ১০০ টাকাও নিয়েছিলেন বলে জানা গেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। কর্মরত ওই চিকিৎসক সুরেশচন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরেন্দ্র দেব শর্মা। পাশাপাশি তাঁকে অন্য জায়গায় বদলি করা হয়। ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। নরেন্দ্র দেব শর্মা আরও জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। এই ধরনের ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
বিধিসম্মত সতর্কীকরণ - সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন