Assam: আসামে বিজেপিতে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল! মন্ত্রীর উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্য সভাপতি

People's Reporter: মঞ্চে উপস্থিত জয়ন্ত মল্ল বড়ুয়ার দিকে তেড়ে যাচ্ছেন এবং চিৎকার করছেন সাইকিয়া। পাশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাঁড়িয়ে রয়েছেন।
ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া
ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়াছবি - সংগৃহীত
Published on

আসামে বিহু উৎসবের মাঝেই বিজেপির অন্দরে অশান্তি। প্রকাশ্যেই দলীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া। সেই ভিডিও রীতিমতো ভাইরাল। (ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

ভাইরাল হওয়া ভিডিওতে নলবাড়ির বাহজানিতে একটি দলীয় অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়াকে প্রকাশ্যে দলের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সাইকিয়া মঞ্চে উপস্থিত জয়ন্ত মল্ল বড়ুয়ার দিকে তেড়ে যাচ্ছেন এবং চিৎকার করছেন। মন্ত্রীর পাশেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাঁড়িয়ে রয়েছেন।

তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা স্পষ্ট না হলেও ভিডিওর দৃশ্যেই উত্তেজনার আভাস পাওয়া যায়। পরে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীকে মঞ্চ ছেড়ে যেতে দেখা যায়।

ভিডিও ভাইরাল হতেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। আসাম কংগ্রেস সভাপতি ভূপেন বোরাহ একে আরএসএস বনাম নতুন বিজেপি কর্মীদের দ্বন্দ্ব বলে অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও কটাক্ষ করেছেন তিনি।

বিজেপি সূত্রে জানা গেছে, দিলীপ সাইকিয়া ক্ষুব্ধ হয়েছিলেন কারণ মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও দলের অন্য শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকলেও, তাঁকে ও অন্য কর্মীদের বাইরে রেখে কিছু সময়ের জন্য দরজা বন্ধ রাখা হয়েছিল।

দিলীপ সাইকিয়া বলেন, “বিজেপি পরিবারে শৃঙ্খলা বজায় রাখা আমার দায়িত্ব। পরিবারে ভুল হলে যেমন একজন বড় দাদা চিৎকার করেন, তেমনই আমিও করেছি। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই।”

অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা করে বলেন, “আসাম সরকার সম্প্রতি একটি ঐতিহাসিক ভাষানীতি বাস্তবায়ন করেছে, কিন্তু মিডিয়া কেবল ভাইরাল ভিডিও নিয়েই মেতে রয়েছে। এটা মানুষ ও মিডিয়ার নেতিবাচক মানসিকতা দেখায়।”

প্রসঙ্গত, দিলীপ সাইকিয়া দীর্ঘদিন ধরে আরএসএস ও বিজেপির সঙ্গে যুক্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রী শর্মা ও মন্ত্রী বড়ুয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন।

ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া
Uttar Pradesh: ফের উত্তরপ্রদেশ, এবার মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ! নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া
অতিরিক্ত টাকা নিয়ে ট্রেনে ভ্রমণ করতে ভয়! দূর হবে চিন্তা, ট্রেনে এটিএমের সুবিধা আনল রেল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in