
গত ১০ বছরে একাধিকবার দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই একই পথে হাঁটল আরও এক বিজেপি শাসিত রাজ্য, মহারাষ্ট্র। শুক্রবার রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে এই নাম পরিবর্তনের ঘোষণা করা হয়েছে।
মহারাষ্ট্রের সাংলি জেলার ইসলামপুরের নাম পরিবর্তন করে করা হচ্ছে ইশ্বরপুর। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী ছগন ভুজবল। তিনি আরও জানান, কেন্দ্রের কাছে এই নাম পরিবর্তন অনুমোদনের জন্য পাঠানো হবে।
শিবপ্রতিষ্ঠান নামে এক হিন্দুত্ববাদী সংগঠন সাংলি কালেক্টরেটে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখার দাবিতে একটি স্মারকলিপি পাঠিয়েছিল। তারপরেই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির প্রধান সম্ভাজি ভিদে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইসলামপুরের এক শিবসেনা নেতা জানিয়েছেন, ১৯৮৬ সাল থেকে ইসলামপুরের নাম পরিবর্তনের দাবি ঝুলে রয়েছে। অবশেষে শুক্রবার তার অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার।
২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি শহর এবং গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে - উত্তরপ্রদেশের এলাহাবাদ। সেখানকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। এছাড়া দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হয়েছে। অন্যদিকে, ২০২৪ আলে আন্দামানে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে - 'শ্রী বিজয়া পুরম'।
এর আগে ২০২২ সালে নাম বদল হয় ঝাঁসি স্টেশনের। নিঃশব্দে নাম বদলে গেল উত্তরপ্রদেশের এক গুরুত্বপূর্ণ রেল স্টেশনের। যা নিয়ে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ২০২২ সালের ১ লা জানুয়ারি এই নাম বদল করা হয় তড়িঘড়ি। প্রায় ১৪০ বছরের পুরোনো এই স্টেশন তৈরি করা হয়েছিলো ব্রিটিশ আমলে। এখন থেকে সেই ঝাঁসি স্টেশনের নাম বদলে হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ।