
ইন্দোরের এক ইসকন মন্দির থেকে লক্ষাধিক টাকা এবং রসিদ চুরি করে পালালেন মন্দিরেরই এক কর্মী। গত শনিবার মন্দির কর্তৃপক্ষই বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের রাউগঞ্জ ভাসার শ্রীরাম কলোনীর এক ইসকন মন্দিরে। সেখানে মুরলিধর দাস নামে এক কর্মচারী কাজ করতেন। যাঁর কাজ ছিল ভক্তদের দান করা অর্থ সংগ্রহ করা।
মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, মুরলিধর দানপাত্রের টাকা এবং রসিদ নিয়ে পালিয়ে গেছেন। মন্দিরের জনসংযোগ আধিকারিক রবি লোচন দাস বলেন, মুরলিধর দাসের কাজ ছিল দান সংগ্রহ করা এবং তা মন্দির কর্তৃপক্ষের কাছে জমা করা। তবে, লক্ষাধিক টাকা নিয়ে তিনি পালিয়েছেন। ঠিক কত পরিমাণ টাকা চুরি হয়েছে তা যাচাই করার পরই জানা যাবে।
পুলিশ সুপার অরবিন্দ কুমার জানান, মন্দিরের প্রধান অর্থ আধিকারিক বিশ্ব নাম দাস শুক্রবার গভীর রাতে এফআইআর দায়ের করেন। এর আগে, ২৭ ডিসেম্বর, এসএসপি শৈলেশ কুমার পান্ডেকে একটি অভিযোগ জানিয়ে সম্ভাব্য চুরির অভিযোগ করেছিলেন উনি। প্রাথমিক তদন্ত শেষে এফআইআর দায়ের করা হয়।
এফআইআর অনুসারে, অভিযুক্ত মুরলিধর দাসের নাম নিমাই চাঁদ যাদব। তিনি ইন্দোরের বাসিন্দা। রসিদ বইয়ের ৩২টি শিট নিয়ে পালিয়েছেন তিনি বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, ইসকন মন্দিরে এমন চুরির ঘটনা নতুন নয়। এর আগে সৌরভ নামে এক কর্মচারী অনুদানের টাকা এবং রসিদ বই নিয়ে পালিয়ে যান। তাঁকে খুঁজে পাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন