
নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সবথেকে বেশি নজর রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। চলতি সপ্তাহের মধ্যেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এমনকি নিজেও প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে।
গত মাসে এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রোহতাস জেলার কারগাহার বা বৈশালীর রাঘোপুর আসন থেকে লড়তে পারেন। তিনি বলেছিলেন, “দলে আলোচনা চলছে, যদি আমাকেও নির্বাচনে অংশ নিতে হয় তাহলে আমি আগেই বলেছি কারগাহার বা রাঘোপুরের মধ্যেই একটি আসনে লড়বো।”
রাঘোপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাঘোপুর আসনটি গত তিন দশক ধরে আরজেডি পরিবারের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। অতীতে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবী। গত ৩০ বছরে মাত্র একবার জেডিইউ নেতা সতীশ কুমার যাদব রাবড়ি দেবীকে হারাতে পেরেছিলেন (২০১০ সালে)।
তাই রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করা মানে তেজস্বী যাদবকে তাঁর নিজস্ব ঘাঁটিতে চ্যালেঞ্জ ছোড়া। যা প্রশান্ত কিশোরের জন্য কঠিন লড়াই হতে পারে।
অন্যদিকে, কারগাহার তুলনামূলকভাবে নিরাপদ আসন হিসেবে ধরা হচ্ছে। ২০০৮ সালে গঠিত এই আসনে তিনটি বিধানসভা নির্বাচন হয়েছে। যার মধ্যে দু’বার জেডিইউ এবং একবার কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। বর্তমানে আসনটি কংগ্রেসের সন্তোষ কুমার মিশ্রর দখলে।
উল্লেখ্য, সোমবার বিহারের নির্বাচনী দিনক্ষণ প্রকাশ করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ৬ এবং ১১ নভেম্বর - দু'দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশিত হবে।
প্রথম দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর, স্ক্রুটিনি ১৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর।
দ্বিতীয় দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১৩ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর, স্ক্রুটিনি ২১ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন