Bihar Assembly Polls 2025: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের, গণনা ১৪ নভেম্বর
ছবি - নির্বাচন কমিশনের এক্স মাধ্যম

Bihar Assembly Polls 2025: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের, গণনা ১৪ নভেম্বর

People's Reporter: সোমবার বিহারের নির্বাচনী দিনক্ষণ প্রকাশ করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ৬ এবং ১১ নভেম্বর দু'দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশিত হবে।
Published on

বিহার বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২ দফায় হবে বিহারের নির্বাচন। ফলপ্রকাশ হবে আগামী ১৪ নভেম্বর।

সোমবার বিহারের নির্বাচনী দিনক্ষণ প্রকাশ করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ৬ এবং ১১ নভেম্বর - দু'দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশিত হবে।

প্রথম দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর, স্ক্রুটিনি ১৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর।

দ্বিতীয় দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১৩ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর, স্ক্রুটিনি ২১ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

জ্ঞানেশ কুমার জানান, আসন্ন নির্বাচনে ইভিএম মেশিনে প্রার্থীদের রঙিন ছবি দেওয়া হবে এবং সিরিয়াল নম্বরগুলি আগের থেকে বড় করা হবে। যাতে ভোটারদের সুবিধা হয়। এই নির্বাচনে ২৪৩ জন জেনারেল অবজারভার, ৩৮ পুলিশ অবজারভার এবং ৬৭ জন এক্সপেন্ডিচার অবজারভার থাকবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী বিহারে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৯২ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ৫০ লক্ষ এবং রূপান্তরকামী ভোটারদের সংখ্যা ১,৭৫২ জন। ৮৫ বছর বয়সের বেশি ভোটার সংখ্যা ৪.০৪ লক্ষ এবং ১০০ বা তার বেশি বয়সের ভোটার সংখ্যা ১৪ হাজার জন। এবার প্রথম ভোট দেবেন ১৪.০১ লক্ষ ভোটার।

পূর্ববর্তী নির্বাচনগুলির মতো এবারও বিহারে একাধিক দফায় ভোট হবে। ২০২০ সালের ভোট হয়েছিল তিন দফায়, আর ২০১৫ সালে হয়েছিল পাঁচ দফায়।

গতবার নীতিশ কুমারের জেডিইউ ১১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩ এবং বিজেপি ১১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৪ আসনে জয়ী হয়। এছাড়াও হিন্দুস্তান আওয়ামী মোর্চা ৭ আসনে লড়াই করে ৪ এবং বিকাশশীল ইনসান পার্টি ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ আসনে জয়ী হয়। অর্থাৎ এনডিএ জোট মোট ১২৫ আসনে জয়ী হয়েছিল। বিহারে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ আসন। অন্যদিকে বিরোধী মহাজোটের মোট আসন ছিল ১১০।

Bihar Assembly Polls 2025: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের, গণনা ১৪ নভেম্বর
Bihar Polls 25: সিপিআই-সিপিআইএম-এর দাবি ৩৫ আসন, অবিলম্বে আসন বন্টন চূড়ান্ত করার দাবি
Bihar Assembly Polls 2025: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের, গণনা ১৪ নভেম্বর
Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in