

আইপ্যাক (IPAC) কান্ডে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-এর বিরুদ্ধে দায়ের করা রাজ্য সরকারের সমস্ত এফআইআর-এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় ইডি-র বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৪টি এফআইআর দায়ের হয়েছিল। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
ইডি-র দাবি ছিল, যেভাবে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এফআইআর দায়ের করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তথ্য নষ্ট করার জন্য এবং ইডি আধিকারিকদের হেনস্থা করার জন্যই এই এফআইআর দায়ের করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, এই তদন্তের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তদন্ত চলছে কয়লাপাচার নিয়ে।
আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য ছিল, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। ইডি-র আসল উদ্দেশ্য তৃণমূলের নির্বাচনী তথ্য হাতিয়ে নেওয়া।
ইডি জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত চলাকালীন ওই বাড়িতে ঢোকেন এবং তদন্তের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়ে চলে যান।
এদিনের শুনানিতে বিচারপতিরা জানিয়েছেন, কোনও কেন্দ্রীয় সংস্থা যেমন কোনও রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না, তেমনই কেন্দ্রীয় সংস্থা ঠিকভাবে কাজ করলে রাজনৈতিক দল যুক্ত আছে, তাই তদন্ত করা যাবে না বলাটাও ঠিক নয়।
আদালত আরও জানায়, “কিছু বড় প্রশ্ন উঠছে এবং সেগুলোর উত্তর না দেওয়া হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। যদি কেন্দ্রীয় সংস্থাগুলো একটি গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে প্রশ্ন ওঠে: তাদের কি কোনও রাজনৈতিক দল বাধা দিতে পারে?”
ইতিমধ্যেই এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভারমা, দক্ষিণ কলকাতার ডিসি প্রিয়ব্রত রায়ের আইনজীবীকেও নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন