জ্ঞানবাপী মামলা বারাণসী জেলা আদালতে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার, শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে আবেদন শুনবে বারাণসী জেলা আদালত।
গত ১৩ মে, শুক্রবার জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা বন্ধের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। ১৭ মে, এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসীমার ডিভিশন বেঞ্চ ‘শিবলিঙ্গ’ এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি জ্ঞানবাপী মসজিদে মুসলিমদের নামাজ পড়ার অনুমতি দেন। কিন্তু, আজ এই মামলার শুনানির পর তা বারাণসী জেলা আদালতে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত।
তবে, শীর্ষ আদালত জানিয়েছে, ‘একটু অভিজ্ঞ এবং পরিণতমনস্ক বিচারক এই শুনানি করলে ভাল হয়। আমরা ট্রায়াল জাজের উপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছি না। তবে অভিজ্ঞ ব্যক্তি শুনানি করলে তাতে সব পক্ষই লাভবান হবে।’
একইসঙ্গে, এদিন সুপ্রিম কোর্ট ১৭ মে-র নির্দেশই বহাল রেখে জানিয়েছে, 'মুসলিমদের নামাজপাঠ যাতে ব্যাহত না হয়, তার জন্য বারাণসীর জেলাশাসক সব পক্ষের সঙ্গে কথা বলে ওজু করার বিষয়টি বন্দোবস্ত করবেন। সাথে ওজুখানার যে জায়গাটিতে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে দাবি করা হয়েছে, যতদিন না পর্যন্ত কোনও চূড়ান্ত রায় আসছে, ততদিন সেই জায়গাকে ঘিরে রাখতে হবে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন