
আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে জানতে চাইলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। এই ঘটনাকে ‘মহিলাদের অবমাননা’ বলে অভিহিত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
শনিবার সকালে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী, ভারত সফরে তালিবান প্রতিনিধির সাংবাদিক সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের অপসারণের বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। যদি নারীর অধিকারের প্রতি আপনার স্বীকৃতি কেবল এক নির্বাচন থেকে অন্য নির্বাচন পর্যন্ত সুবিধাজনক ভঙ্গিমায় প্রকাশ না হয়ে থাকে, তাহলে ভারতের সবচেয়ে যোগ্য কিছু নারীর প্রতি এই অপমান কীভাবে আমাদের দেশে অনুমোদিত হয়েছে, নারীরাই যে দেশের মেরুদণ্ড এবং গর্ব?”
গতকাল নয়াদিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রিত ছিল বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে ওই সাংবাদিক সম্মেলনে কোনও মহিলা সাংবাদিক উপস্থিত ছিলেননা। গতকালই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সাংবাদিক সম্মেলন করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী।
মহিলা সাংবাদিকদের কেন ওই সাংবাদিক সম্মেলন থেকে বাদ দেওয়া হল তা স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের কোনও ভূমিকা নেই। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণপত্র গিয়েছিল। আফগান দূতাবাস ভারত সরকারের অধীনে নয়।
গতকালের ঘটনা প্রসঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম তাঁর এক্স পোষ্টে জানিয়েছেন, আমি হতবাক যে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পুরুষ সাংবাদিকরা যখন দেখলেন যে তাদের মহিলা সহকর্মীদের সাংবাদিক সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে তখন তাদের ওখান থেকে চলে যাওয়া উচিত ছিল।
কংগ্রেস মুখপাত্র ডঃ শামা মহম্মদ তাঁর এক্স বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সমালোচনা করে জানিয়েছেন, এটা কি সত্যি যে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে তাঁর নির্দেশ মেনে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি? আমাদের জাতির ওপর শর্ত আরোপ করার তারা কে? বিশেষ করে আমাদের দেশের মাটিতে মহিলাদের বিরুদ্ধে তাদের বৈষম্যমূলক ব্যবস্থা চাপিয়ে দেবার জন্য?
আফগানিস্তানে মহিলাদের অধিকার রক্ষার প্রশ্নে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমালোচিত তালিবান সরকার। রাষ্ট্রসংঘও এই বিষয়ে আফগানিস্তান সরকারের কড়া সমালোচনা করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন