Kerala: চলচ্চিত্র থেকে অনুপ্রেরণা, কেরালার স্কুলগুলিতে আর থাকছে না কোনও 'লাস্ট বেঞ্চ'!

People's Reporter: এই পদ্ধতি চালু করার ভাবনা এসেছে মালায়ালাম পরিচালক বিনেশ বিশ্বনাথের চলচ্চিত্র ‘স্থানার্থী শ্রীকুত্তান’-এর ক্লাইম্যাক্স দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে।
সিনেমার দৃশ্য (বামদিকে) এবং বাস্তব (ডানদিকে)
সিনেমার দৃশ্য (বামদিকে) এবং বাস্তব (ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on

কেরালায় বিদ্যালয়গুলি থেকে উঠে যেতে চলেছে ‘ব্যাক বেঞ্চ’ বা ‘লাস্ট বেঞ্চ’ বিষয়টি। একাধিক স্কুলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ইংরেজি ‘U’-র মতো করে বসানো হচ্ছে। যাতে একসাথে সকল শিক্ষার্থীর দিকে নজর দিতে পারেন শিক্ষক-শিক্ষিকারা।

স্কুলজীবনে আমরা প্রায় সকলেই শুনেছি, ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা খুব মনোযোগী হয় আর একদম শেষ অর্থাৎ লাস্ট বেঞ্চে বসা পড়ুয়ারা পড়াশোনায় তুলনামূলক ‘দুর্বল’ ও ‘দুষ্টু’ প্রকৃতির হয়। তাদের 'লাস্ট বেঞ্চার' তকমা দেওয়া হয়। সহপাঠীরা তো বটেই, শিক্ষকরাও তাদের অন্য নজরে দেখেন। তাদের নিয়ে হাসি-ঠাট্টা করেন। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থায় ফের নতুন পথ দেখাচ্ছে কেরালা। যেখানে পড়ুয়াদের একটি পৃথক আসনব্যবস্থার সাথে পরিচয় করাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।  

এই পদ্ধতি চালু করার ভাবনা এসেছে মালায়ালাম সিনেমা ‘স্থানার্থী শ্রীকুত্তান’-এর (Sthanarthi Sreekuttan) ক্লাইম্যাক্স দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে, যেটি পরিচালনা করেছেন বিনেশ বিশ্বনাথ। শিক্ষার্থীদের মাঝখানে থাকবেন শিক্ষক। ফলে তাঁর শিক্ষাদানে অনেক সুবিধা হবে।

কেরালার সাধারণ শিক্ষা পরিচালক এস শানাভাস জানান, রাজ্যের বিদ্যালয়গুলিতে শ্রেণীকক্ষের আকার এবং শিক্ষার্থীর সংখ্যা যাচাই করতে হবে। তারপর এই পদ্ধতি বাস্তবায়ন আরও সহজ হবে। প্রাক্তন ডিজিপি ঋষিরাজ সিং জানান, রীতিমতো বিপ্লব হয়েছে স্কুল শিক্ষায়। এতে শিক্ষা পদ্ধতির মান আরও উন্নত হতে পারে।

RVV HSS, ভালাকম (কোল্লাম জেলা) ছিল এই নতুন ব্যবস্থা চালু করা প্রথম স্কুলগুলির একটি। এরপর কান্নুরের পাপিনেসেরি ওয়েস্ট এলপি স্কুল, আন্দুর এএলপি স্কুল, ত্রিশুরের আরসিসি এলপিএস পূর্ব মাঙ্গাদ, পালাক্কাদের থোলানুরের জিএইচএসএস এবং কোল্লামের ভালাকডের এনএসভি ভিএইচএসএস-এও এটি অনুসরণ করা হয়েছে।চলচ্চিত্র থেকে শিক্ষা ব্যবস্থায় এমন বাস্তব প্রভাব সত্যিই বিরল এবং অনুপ্রেরণামূলক।

পরিচালক বিনেশ বিশ্বনাথ জানান, তিনি প্রথম এই পরিবর্তনের খবর পান যখন একের পর এক স্কুল এই আসনব্যবস্থার ছবি তুলে ইনস্টাগ্রামে তাঁকে ট্যাগ করে পোস্ট করতে শুরু করে। তিনি বলেন, "আমি ভেবেছিলাম এটা শুধুই একটা সিনেমাটিক উপস্থাপন। কিন্তু যখন দেখলাম বাস্তব জীবনে স্কুলগুলো এটা গ্রহণ করছে, আমি মুগ্ধ ও আবেগপ্রবণ হয়ে পড়ি।"

চলচ্চিত্র ‘স্থানার্থী শ্রীকুত্তান’ চারজন দুষ্টু ছাত্রকে ঘিরে নির্মিত। ২০২৪ সালের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ২০ জুন ২০২৫-এ এটি এক OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়। সিনেমার শেষ দৃশ্যে এই বসার পদ্ধতি উপস্থাপন করা হয়, যেখানে শিক্ষার পদ্ধতিগত পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এই U-আকৃতির বসার ব্যবস্থা শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। একইসঙ্গে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর দিকে সমান নজর দিতে পারবেন।

সিনেমার দৃশ্য (বামদিকে) এবং বাস্তব (ডানদিকে)
SIR: নির্বাচনের আগেই কেন? বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্দেশে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন!
সিনেমার দৃশ্য (বামদিকে) এবং বাস্তব (ডানদিকে)
LIC: ফের এলআইসি-র শেয়ার বিক্রির তোড়জোড়, এবার বিক্রি হতে পারে আরও ৬.৫ শতাংশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in