
ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশিত তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশ। যা গত আড়াই বছরে সর্বনিম্ন। জিডিপি বৃদ্ধির হার কমে যাওয়ার বেশ চাপে রয়েছে কেন্দ্র সরকার।
২০২২-২৩ চতুর্থ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.২%। ২০২৩-২৪ প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২%, দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.১%, তৃতীয় ত্রৈমাসিকে ৮.৬% এবং চতুর্থ ত্রৈমাসিকে কমে হয়েছিল ৭.৮%। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭%। যা দ্বিতীয় ত্রৈমাসিকে কমে দাঁড়িয়েছে ৫.৪%-এ। এর আগে অতিমারি-পরবর্তী পর্যায়ে ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ।
ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ জানান, জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির হার হতাশাজনক। তবে উজ্জ্বল দিকও রয়েছে। ২০২৪–২৫ অর্থবর্ষে জিডিপি ৬.৫ শতাংশ বৃদ্ধি হতে পারে।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই বেশ চাপে রয়েছে বিজেপি সরকার। বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশামাফিক লগ্নি না-আসায় জিডিপি বৃদ্ধির হার কম হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্র। জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে কৃষি ক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার কমে ২.২ শতাংশ হয়েছে। কৃষিক্ষেত্র ছাড়া বৃদ্ধির হার কমেছে গ্যাস, বিদ্যুৎ, জল সরবরাহ ক্ষেত্রেও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন