Indian Railways: ২৬ ডিসেম্বর থেকে ফের বাড়ছে রেলের ভাড়া, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার

People's Reporter: ভারতীয় রেলের বিবৃতি অনুসারে, সাবার্বান ট্রেন অথবা মান্থলির ক্ষেত্রে কোনও ভাড়া বাড়ছে না। যার ফলে নিত্যযাত্রীদের গায়ে এই ভাড়া বৃদ্ধির কোনও আঁচ পড়বেনা বলেই দাবি রেলের।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি নিজস্ব
Published on

চলতি সপ্তাহের ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে রেলের ভাড়া। ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন হারে ভাড়া নেওয়া হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। মূলত দূরপাল্লার যাত্রীরাই এই ভাড়া বৃদ্ধির আওতায় আসছেন। ভারতীয় রেলের বিবৃতি অনুসারে খরচ ক্রমশ বেড়ে চলায় এই ভাড়া বৃদ্ধি করতে হচ্ছে।

ভারতীয় রেলের বিবৃতি অনুসারে, সাবার্বান ট্রেন অথবা মান্থলির ক্ষেত্রে কোনও ভাড়া বাড়ছে না। যার ফলে নিত্যযাত্রীদের গায়ে এই ভাড়া বৃদ্ধির কোনও আঁচ পড়বেনা বলেই দাবি রেলের। এছাড়াও সাধারণ টিকিটের ক্ষেত্রে ২১৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কোনও ভাড়া বাড়ছে না।

মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন-এসি এবং এসি-র ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। সাধারণ ক্ষেত্রে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ পয়সা করে। রেল জানিয়েছে এর ফলে যে সব যাত্রী নন এসি কোচে ১০০০ কিলোমিটার দূরত্বে যাত্রা করবেন তাদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। এই বৃদ্ধির ফলে বছরে রেলের ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে।

ভারতীয় রেলের বিবৃতি অনুসারে, নতুন হারে ভাড়া কার্যকরী হবে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, হামসফর, অমৃত ভারত, মহামানা, গতিস্মান, অন্ত্যোদয়, জন শতাব্দী, যুবা এক্সপ্রেস, এসি ভিস্টাডোম এবং অনুভূতি কোচের ক্ষেত্রে।

প্রসঙ্গত, এই নিয়ে চলতি বছরে দু’বার ভাড়া বাড়ালো রেল। এর আগে জুলাই মাসের ১ তারিখে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল। সেবারও একই হারে ভাড়া বাড়ানো হয়েছিল।

ভারতীয় রেলের বিবৃতি অনুসারে ২০২৪-২৫ আর্থিক বছরে রেলের কর্মী বাবদ খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা এবং প্রাক্তন কর্মীদের পেনশনের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা। মোট খরচ বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। বেড়ে চলা এই খরচ মেটাতে পণ্য পরিবহনে আরও বেশি জোর দেওয়া এবং স্বল্প হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

ছবি প্রতীকী
Indian Railways: ১ জুলাই থেকে বাড়তে চলেছে ভারতীয় রেলের ভাড়া! কোন দূরত্বে কত ভাড়া বৃদ্ধি?
ছবি প্রতীকী
Rail Accident: 'অতীতে একাধিক রেলমন্ত্রী দুর্ঘটনার পর নৈতিক কারণে পদত্যাগ করেছেন' - ইয়েচুরি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in