দীর্ঘদিন ভাড়া বাড়েনি ভারতীয় রেলের। কোভিড-১৯-এর পর থেকে রেলের ভাড়া বাড়ানো হয়নি। যদিও এবার সম্ভবত বাড়তে চলেছে রেলের ভাড়া। সূত্র অনুসারে, ১ জুলাই, ২০২৫ থেকেই এই ভাড়া বাড়তে পারে। দ্য ইকনমিক টাইমসের এক প্রতিবেদনে একথা জানান হয়েছে। সূত্র অনুসারে ভাড়া বাড়বে এসি/নন এসি মেল এক্সপ্রেস ট্রেনের। যদিও ভাড়া বাড়বে না সাবার্বান ট্রেনের। বাড়বে না মান্থলির খরচও।
সূত্র অনুসারে, সাবারবান টিকিট এবং দ্বিতীয় শ্রেনীর টিকিটে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে কোনও ভাড়া বাড়ানো হবে না। ৫০০ কিলোমিটারের বেশি যাত্রাপথ হলে সেক্ষেত্রে ভাড়া বাড়বে পয়সার হিসেবে। আগামী ১ লা জুলাই থেকে নতুন ভাড়া কার্যকরী হবে বলেও জানা গেছে।
এর আগে চলতি মাসের প্রথমদিকে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল ১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিং-এর ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। গত ১০ জুন এক বিবৃতিতে রেল জানায়, তৎকাল টিকিটের সুবিধা যাতে সাধারণ যাত্রীরা পেতে পারেন তাই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১ জুলাই থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইট বা অ্যাপ-এর মাধ্যমে আধার কার্ড দিয়ে তৎকাল টিকিট কাটা যাবে।
রেলের বিবৃতি অনুসারে, ১ জুলাই ২০২৫ থেকে রেলওয়ে টিকিটের এজেন্টরা প্রথম দিনের তৎকাল টিকিট বুকিং-এর ক্ষেত্রে প্রথম আধ ঘণ্টা কোনও টিকিট কাটতে পারবেন না। নতুন সময়সীমা অনুসারে, এসি ক্লাসের বুকিং-এর জন্য সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা এবং নন-এসি ক্লাসের টিকিট বুকিং-এর ক্ষেত্রে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এজেন্টরা টিকিট বুকিং করতে পারবেন না।
এছাড়াও, ১৫ জুলাই, ২০২৫ থেকে, টিকিট বুকিং-এর সময় নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করা হবে - যাত্রীদের আধারের ভিত্তিতে OTP যাচাই সম্পন্ন করতে হবে। বুকিংয়ের সময় রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা টিকিট বুকিং-এর সময় দিতে হবে।
ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে যা যা জানা গেছে –
• সাবার্বান অর্থাৎ শহরতলির ট্রেনের ভাড়া বাড়ছে না।
• মান্থলি বা সিজন টিকিটের ভাড়া বাড়ছে না।
• সাধারণ দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়ছে না।
• সাধারণ দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে কিলোমিটার পিছু আধ পয়সা করে ভাড়া বাড়বে।
• মেল এবং এক্সপ্রেস (নন এসি) ট্রেনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১ পয়সা করে ভাড়া বাড়বে।
• এসি ক্লাসের ক্ষেত্রে কিলোমিটার পিছু ২ পয়সা করে ভাড়া বাড়বে।
Keywords: Indian Railways, fare hike, train ticket prices, July 1
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন