Indian Railways: বেড়াতে যাবেন? অগ্রিম টিকিট কাটার নিয়মে বড়ো বদল আনলো ভারতীয় রেল

People's Reporter: আগামী ১ নভেম্বর থেকে রেলের এই নতুন নিয়ম চালু হবে। যারা এর আগেই সংরক্ষিত টিকিট কেটেছেন তাঁরা এই নতুন নিয়মের আওতায় আসবেন না বলেও জানানো হয়েছে।
ভারতীয় রেল
ভারতীয় রেলফাইল ছবি - সংগৃহীত
Published on

ভারতীয় রেলের অগ্রিম টিকিট সংরক্ষণ-এর নিয়মে বড়োসড়ো পরিবর্তন আনা হল। নতুন নিয়ম অনুসারে দূরের যাত্রায় এখন থেকে আর ১২০ দিন আগে টিকিট কাটতে হবেনা। পরিবর্তে ৬০ দিন আগে সংরক্ষিত টিকিট বিক্রি শুরু হবে। আগামী ১ নভেম্বর থেকে রেলের এই নতুন নিয়ম চালু হবে। যারা এর আগেই সংরক্ষিত টিকিট কেটেছেন তাঁরা এই নতুন নিয়মের আওতায় আসবেন না বলেও জানানো হয়েছে।

২০১৫ সালের ১ এপ্রিলের আগে রেলে অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে ৬০ দিন আগে টিকিট কাঁটা যেত। এরপর ওই নিয়মে বদল এনে সময়সীমা বাড়িয়ে করা হয় ১২০ দিন। যেহেতু ৩১ অক্টোবর পর্যন্ত পুরোনো নিয়ম অনুসারে চার মাস পরের টিকিট কাটা যাবে সেক্ষেত্রে ১ নভেম্বর নতুন নিয়ম চালু হলেও প্রাথমিক অবস্থায় কিছু জটিলতা থাকবে।

বহু যাত্রীই মনে করেন দীর্ঘ সময় আগে টিকিট সংরক্ষণের ব্যবস্থা থাকার কারণে বহু আগে থেকেই বেড়ানোর পরিকল্পনা করতে হয়। যা অনেক সময়েই অসুবিধার সৃষ্টি করে। নতুন নিয়ম চালু হলে এই সময়সীমা কমে ৬০ দিনে নেমে আসবে। অর্থাৎ নির্ধারিত ভ্রমণের ২ মাস আগে টিকিট কাটলেই হবে।

তবে ভারতীয়দের জন্য নিয়মের বদল আনা হলেও বিদেশি নাগরিকদের জন্য নিয়মে কোনও বদল আসছে না। তাঁরা আগের মতই ৩৬৫ দিন আগেই সংরক্ষিত টিকিট কাটতে পারবেন।

সংরক্ষিত টিকিট বুকিং-এর নিয়মে পরিবর্তন আনার পাশাপাশি একটি রেলওয়ে সুপার অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। যে অ্যাপে যাত্রীরা টিকিট বুকিং থেকে শুরু করে বেড়ানোর পরিকল্পনা করতে পারবে। নতুন এই অ্যাপের মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবে সাধারণ নাগরিকেরা।

ভারতীয় রেল
জনসাধারণের উদ্বেগে পিছু হঠলো IRCTC, যাত্রীদের ব্যক্তিগত তথ্য ডিজিটাইজেশনের টেন্ডার বাতিল
ভারতীয় রেল
বাবা সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাং-র নজরে মুনাওয়ার ফারুকি! সলমনকে ক্ষমা চাওয়ার 'উপদেশ' বিজেপি সাংসদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in