Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক জওয়ান!

People's Reporter: সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর মেলে কিস্তওয়ারের সিংপোরা এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরেই সেখানে হানা দেন নিরাপত্তাবাহিনী।
কিস্তওয়ারে জারি অভিযান
কিস্তওয়ারে জারি অভিযানছবি - সংগৃহীত
Published on

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানাল ভারতীয় সেনা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই সেনার বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর আহত হন ওই সেনা জওয়ান। তাঁকে দ্রুত চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অভিযান এখনও জারি আছে বলেও জানানো হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে।

সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর মেলে কিস্তওয়ারের সিংপোরা এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরেই সেখানে হানা দেন নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীরি পুলিশের যৌথ অভিযানে সীমান্তে চলছে 'অপারেশন ত্রাশি'।

গত ২২ এপ্রিল পহেলগাঁও কান্ডের পর থেকে আরও সক্রিয় ভারতীয় সেনা। জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর থেকে দক্ষিণ কাশ্মীরে চলছে তল্লাশি। এর আগে গত ১৩ ও ১৫ মে শোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক পৃথক ভাবে দু'টি অভিযানে মোট ছয় জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

যদিও পহেলগাঁও কান্ডে জড়িত জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি। এর মধ্যে ৬ মে রাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। এরপরে ভারতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও সেই ড্রোন ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে। তবে পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজ জারি রয়েছে।

কিস্তওয়ারে জারি অভিযান
ট্রেনের টিকিটে মোদীর ছবি-সহ অপারেশন সিঁদুর! রাজনৈতিক ফায়দা তুলতে সেনার বীরত্ব বিক্রি করছেন - কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in