'নিরাপত্তাহীনতায়' ভুগছে সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সফরের মুখে এই অভিযোগ জানালেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, সরকার ব সফররত বিদেশি বিশিষ্টজনদের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা দেখা করতে পারবেন না। যা তাদের নিরাপত্তাহীনতার প্রমাণ দেয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা জানান, রীতি অনুসারে সফররত বিদেশি বিশিষ্টজনরা লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রক এই রীতি মানছেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, এটা তাঁরা নিজেদের নিরাপত্তার অভাববোধ থেকে করছেন।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধীর অভিযোগ, সাধারণত রীতি অনুসারে যারা বিদেশ থেকে আসনে তাঁদের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতার বৈঠক হয়। এই রীতি অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং-এর সময়েও মানা হয়েছে। কিন্তু এখন তা মানা হচ্ছে না। যখন বিদেশি বিশিষ্টজনেরা এদেশে আসছেন অথবা আমি বিদেশে যাচ্ছি তখন সরকারের পক্ষ থেকে তাঁদের বলা হচ্ছে আমার সঙ্গে যেন দেখা না করা হয়।
তিনি আরও বলেন, এটাই এদের নীতি। এটাই সবসময় হচ্ছে। আমি যখন বিদেশ যাচ্ছি অথবা বিদেশি প্রতিনিধিরা এখানে আসছেন তখনই এরকম করা হচ্ছে। তাঁরা আমাদের জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা যেন আমার সঙ্গে দেখা না করেন।
রাহুল গান্ধীর বক্তব্য, শুধুমাত্র সরকারপক্ষই ভারতের প্রতিনিধিত্ব করে না। আমরাও ভারতের প্রতিনিধিত্ব করি। সরকার চায় না বিরোধী নেতৃত্ব বিদেশি নেতৃত্বের সঙ্গে দেখা করুক। এটা একটা রীতি, ঐতিহ্য। কিন্তু মোদীজী এই রীতি ঐতিহ্য মানছেন না। বিদেশমন্ত্রক মানছে না।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন