India Pak Tensions: ভারত-পাক সংঘর্ষ বিরতির প্রস্তাবকে স্বাগত, ট্রাম্পের ঘোষণা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

People's Reporter: ভারত পাক সংঘর্ষ বিরতিকে দেশের বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে স্বাগত জানানো হলেও অবিলম্বে সর্বদলীয় বৈঠক এবং সংসদের বিশেষ অধিবেশন ঘোষণার দাবি তোলা হল কংগ্রেসের পক্ষ থেকে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীফাইল ছবি @আইএনসই এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিকে স্বাগত জানালো দেশের সব বিরোধী দল। পাশাপাশি প্রশ্ন উঠলো ভারত-পাক বিবাদ প্রসঙ্গে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দেওয়াকে কেন্দ্র করেও। যদিও সংঘর্ষ বিরতির ঘোষণা সত্ত্বেও শনিবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে আবারও হানাদারি চালানো হয়েছে বলেছে বিভিন্ন সংবাদমধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

ভারত পাক সংঘর্ষ বিরতিকে দেশের বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে স্বাগত জানানো হলেও অবিলম্বে সর্বদলীয় বৈঠক এবং সংসদের বিশেষ অধিবেশন ঘোষণার দাবি তোলা হল কংগ্রেসের পক্ষ থেকে। এই আবহে উঠে এল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম এবং অতীতে পাক ভারত যুদ্ধের আবহে তাঁর ভূমিকার কথাও।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদের বিশেষ অধিবেশন না হলে বেশ কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যাবে। তাই সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন, যেখানে ভারত যেসব প্রশ্নের উত্তর জানতে চায় তা জানা যাবে।

এদিন বিভিন্ন বিরোধীদলের পক্ষ থেকে সংঘর্ষ বিরোধীকে স্বাগত জানানো হলেও, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বিবৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন বিরোধীদলের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করে জানতে চাওয়া হয়েছে কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ঘোষণা করতে পারেন?

বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের মতে, যেখানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না করার কথা জোর দিয়ে বলা হয়েছে, সেখানে কীভাবে ডোনাল্ড ট্রাপ সংঘর্ষবিরতির ঘোষণা করেন এবং কীভাবেই বা মার্কো রুবিও ‘নিরপেক্ষ স্থানে’ হওয়া আলোচনাকে ‘ভারতের জন্য বিশেষ করে মোদীর জন্য একটি ধাক্কা’ হিসেবে উল্লেখ করেন?

বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন তাতে অবিলম্বে সর্বদলীয় বৈঠক এবং সংসদের অধিবেশন ডাকা প্রয়োজন। তাঁর মতে, এই বিশেষ অধিবেশন হবে ‘পহেলগাঁও-এর নৃশংস সন্ত্রাসবাদী হামলা এবং ভবিষ্যতের পথ’ বিষয়ক। একই সঙ্গে কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, ভারত বাংলাদেশ যুদ্ধের সময় কীভাবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মার্কিন চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা সকলের জানা দরকার।

কংগ্রেস ছাড়াও ভারত পাক সংঘর্ষ বিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিপিআইএম, সিপিআই, আরজেডি, সিপিআইএমএল প্রমুখ রাজনৈতিক দল।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
India Pakistan Tension: রাজৌরিতে পাক সেনাদের লাগাতার গোলাবর্ষণ! নিহত সরকারি আধিকারিক-সহ ৩
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
India-Pak Tension: ভারত-পাক দ্বন্দ্ব নিয়ে ভুয়ো ভিডিও প্রচার এবিপি আনন্দের! দাবি অল্ট নিউজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in