
ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ভুয়ো প্রচার করেছে বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। ৩ মাস আগের একটি ভিডিও শেয়ার করে এবিপি আনন্দ দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেছে ফ্যাক্ট চেক সংস্থা অল্ট নিউজ।
অল্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৮ মে অর্থাৎ গতকাল ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে মেইনস্ট্রিম মিডিয়া এবিপি আনন্দতেও একটি ভিডিও দেখানো হয় এবং দাবি করা হয় করাচিতে আক্রমণ করেছে ভারতীয় নৌসেনা। যা সম্পূর্ণ ভুয়ো। এই নিয়ে অল্ট নিউজের প্রতিবেদনের পরই সেই ভিডিও ক্লিপ ডিলিট করে দেয় এবিপি আনন্দ।
এবিপি আনন্দর দেখানো ক্লিপটিতে একটি খোলা জায়গা দেখানো হয়েছে যেখানে বেশ কিছু পার্ক করা গাড়ি আগুনে পুড়ছে এবং অসংখ্য টুকরো জিনিস রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সম্ভবত বিস্ফোরণের কারণে। পাশাপাশি চ্যানেলের সঞ্চালক বলছেন, 'এই মুহূর্তে আপনারা করাচির দৃশ্য দেখছেন, এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে'। অন্য আর এক সঞ্চালক জানান, 'আইএনএস বিক্রান্ত যে আক্রমণ চালিয়েছে এটিই তার প্রমাণ'।
অল্ট নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তাদের প্রতিনিধি ভিডিওটির সত্যতা যাচাই করেছেন। জানা গেছে ভিডিও ক্লিপটি অনেক পুরনো। ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে থ্রেডস-এ পোস্ট করা হয়েছিল ভিডিওটি। সেই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, "আরেকটি দুর্ঘটনা... প্রতিবেদনে দেখা যাচ্ছে যে একটি মেডিকেল ট্রান্সপোর্ট লিয়ারজেট টুইন-ইঞ্জিন জেট বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি জনবহুল এলাকায় ভেঙে পড়েছে। এলাকার তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।"
ফ্যাক্ট চেকিং সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এরপর আরও যাচাই করা হয়। একটি ইউটিউব শর্ট ভিডিওতেও একই দৃশ্য রয়েছে। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার উল্লেখ রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন