India-Bangladesh: ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি

People's Reporter: এদিন এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরে গিয়ে তিনি সে দেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নেবেন।
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালছবি রণধীর জয়সোয়ালের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আগামী ৯ ডিসেম্বর তিনি বাংলাদেশ যাবেন। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার একথা জানিয়েছেন।

এদিন এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরে গিয়ে তিনি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন।

সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু ধর্মগুরুর গ্রেপ্তারির পর সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বেশ কিছু ঘটনা ঘটে বলে অভিযোগ।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও সমস্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আজই কলকাতা থেকে বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাই কমিশনার শিকদার মহম্মদ আশরাফুর রহমানকে জরুরি আলোচনার জন্য দেশে ডেকে পাঠানো হয়েছে। আশরাফুর রহমান – যিনি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ক মন্ত্রীও আজই ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনার পর এদেশের প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে তাঁর সঙ্গে আলোচনা করা হবে বলে জানা গেছে।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল
Farmers Protest: টিয়ার গ্যাসের শেলে আহত কয়েকজন বিক্ষোভকারী, দিল্লিমুখী জাঠা আজকের মত স্থগিত
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল
South Korea: আরও বিপাকে ইউন, দক্ষিণ কোরিয়ার শাসকদলের পক্ষ থেকেই রাষ্ট্রপতির ইস্তফার দাবি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in