'বড় বড় শহরে এমন ছোট ঘটনা হয়' - বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মন্ত্রীর

People's Reporter: গত সপ্তাহে বেঙ্গালুরুর রাস্তায় এক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরছবি - সংগৃহীত
Published on

সম্প্রতি বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই নিয়ে এমনিতেই আমজনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই ক্ষোভের আগুনে ঘি ঢালল কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের মন্তব্য। তাঁর দাবি, বড় বড় শহরে এসব ছোটো ছোটো ঘটনা ঘটেই থাকে। মন্ত্রীর এই দাবির বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

গত সপ্তাহে বেঙ্গালুরুর রাস্তায় এক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। (ভিডিওর সত্যতা যাচাই করে নি পিপলস রিপোর্টার) ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুর সুদ্দাগুন্তেপালিয়ার কাছে এক তরুণীকে আপত্তিকর ভাবে স্পর্শ করছেন এক যুবক। সেই সময় ওই যুবতীর সঙ্গে ছিলেন তার এক বান্ধবীও। তাঁদের দেওয়ালে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর আপত্তিকর জায়গায় স্পর্শ করেন ওই যুবক। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। এরপরেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

এই প্রসঙ্গে সোমবার কথা বলতে গিয়ে আমজনতার ক্ষোভ আরও বাড়িয়ে দিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তিনি বলেন, ‘‘আমি আজ সকালেও কমিশনারের সাথে কথা বলেছি। পুলিশ ২৪X৭ ঘণ্টায় কাজ করছে। কিন্তু এতো বড় শহর। এরকম ঘটনা তো বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে আকছার ঘটে থাকে!’’ তবে এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পুলিশকে বিভিন্ন জায়গায় টহল দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। কিন্তু তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দার ঝড়।

অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। যদিও নির্যাতিতার পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয় নি।

এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বরের তীব্র সমালোচনা করেছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপির মুখপাত্র প্রশান্ত জি বলেছেন, "অসংবেদনশীল মন্তব্য। তিনি কি যৌন নিপীড়ন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধকে স্বাভাবিক ঘটনা মনে করছেন? উনি দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন। জবাবদিহি করতে চান না"।

বিজেপি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন, "ঘটনাটি নিন্দনীয় এবং তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া ঘৃণ্য এবং হতাশাজনক। এই ঘটনা এবং এমন বিবৃতির কারণে মানুষ সরকারের থেকে আস্থা হারাচ্ছে। তাঁর বক্তব্য থেকেই বোঝা যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কতটা দায়িত্বজ্ঞানহীন। তাঁর একটি দায়িত্বশীল বিবৃতি দেওয়া উচিত"।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর
LPG Price Hike: সিলিন্ডার পিছু ৫০ টাকা গ্যাসের দাম বাড়াল কেন্দ্র! মূল্যবৃদ্ধি উজ্জ্বলা যোজনাতেও
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর
Share Market Crash: ধস শেয়ার বাজারে, ১০ বিলিয়ন ডলার সম্পত্তি খোয়ালেন আম্বানি-আদানিরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in