LPG Price Hike: সিলিন্ডার পিছু ৫০ টাকা গ্যাসের দাম বাড়াল কেন্দ্র! মূল্যবৃদ্ধি উজ্জ্বলা যোজনাতেও

People's Reporter: কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের মূল্য ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

মধ্যবিত্তের হেঁসেলে আগুন। ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৫০ টাকা দাম বৃদ্ধি হয়েছে। ৮ এপ্রিল থেকেই এই মূল্য কার্যকর হবে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার ঘোষণা করেন, ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন উভয় ধরণের এলপিজি সিলিন্ডারের দামই ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের মূল্য ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছে। অন্যদিকে, অন্যান্য গ্রাহকদের জন্য দাম ৮০৩ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৮৫৩ টাকা। কলকাতায় ৮২৯ টাকা ছিল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকার বৃদ্ধির ফলে আজ মধ্যরাত থেকে নতুন দাম হবে ৮৭৯ টাকা।

হরদীপ সিং পুরী বলেন, "এই মূল্য সংশোধন প্রতি ২ থেকে ৩ সপ্তাহ অন্তর গ্যাস দরের পর্যালোচনার অংশ হিসেবে করা হয়েছে"। তবে শুধু রান্নার গ্যাস নয়, পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে অন্তঃশুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এক লিটার পেট্রলের শুল্ক হয়েছে ১৩ টাকা। এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। তবে এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তেল সংস্থাগুলির ৪৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পূরণের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত।

ছবি প্রতীকী
Justice Yashwant Varma: এলাহাবাদ হাইকোর্টেই শপথ নিলেন নগদ-কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা!
ছবি প্রতীকী
Share Market: ট্রাম্প শুল্কের জেরে বেসামাল ভারতীয় শেয়ার বাজার - প্রায় ৪ হাজার পয়েন্ট নিচে সেনসেক্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in