Justice Yashwant Varma: এলাহাবাদ হাইকোর্টেই শপথ নিলেন নগদ-কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা!

People's Reporter: শনিবার একান্ত ব্যক্তিগত পরিবেশে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন যশবন্ত ভার্মা। তবে তিনি অভ্যন্তরীণ তদন্তের আওতায় থাকায় আপাতত তাঁকে বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে না।
অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা
অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মাছবি - সংগৃহীত
Published on

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবেই শপথ গ্রহণ করলেন দিল্লি হাইকোর্টের বিতর্কিত বিচারপতি যশবন্ত ভার্মা। সম্প্রতি তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছিল।

শনিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন যশবন্ত ভার্মা। একান্তই ব্যক্তিগত পরিবেশে তিনি শপথ নিয়েছেন। তবে বিচারপতি ভার্মা অভ্যন্তরীণ তদন্তের আওতায় থাকায় আপাতত তাঁকে কোনো বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে না।

সাধারণত বিচারপতিদের শপথ অনুষ্ঠান প্রকাশ্যে হয়, তবে এই পরিস্থিতিতে একটি ব্যক্তিগত কক্ষে শপথ গ্রহণ সম্পন্ন হয়। দিল্লি থেকে এলাহাবাদে তাঁর বদলি নিয়ে এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন আপত্তি জানালেও, কেন্দ্র ২৮ মার্চ তাঁর বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে সুর চড়ায় বার অ্যাসোসিয়েশন। এমনকি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। পরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হস্তক্ষেপে আন্দোলন স্থগিত রাখা হয়।

বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে বিপুল টাকা উদ্ধারের খবরটি প্রকাশ্যে আসার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের একটি সভা ডেকেছিলেন। সভায় ঠিক হয় বিচারপতি ভার্মাকে তাঁর পুরনো কর্মক্ষেত্র এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলোতে আগুন লাগে। তাঁর পরিবারের সদস্যরা দমকলে এবং পুলিশে খবর দেন। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর পর ওই বাংলোতেই বিপুল পরিমাণ নগদ টাকা দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সেই সময় বাংলোতে ছিলেন না বিচারপতি।

খবরটি প্রকাশ্যে আসার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের একটি সভা ডেকেছিলেন। সভায় ঠিক হয় বিচারপতি ভার্মাকে তাঁর পুরনো কর্মক্ষেত্র এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই বিচারপতি।

অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা
K Annamalai: তামিলনাড়ু বিজেপি সভাপতি পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন আন্নামালাই
অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মা
DLed: প্রাথমিকে অভিজিৎ গাঙ্গুলির রায়ই বহাল! সুপ্রিম কোর্টে খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in