

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবেই শপথ গ্রহণ করলেন দিল্লি হাইকোর্টের বিতর্কিত বিচারপতি যশবন্ত ভার্মা। সম্প্রতি তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছিল।
শনিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন যশবন্ত ভার্মা। একান্তই ব্যক্তিগত পরিবেশে তিনি শপথ নিয়েছেন। তবে বিচারপতি ভার্মা অভ্যন্তরীণ তদন্তের আওতায় থাকায় আপাতত তাঁকে কোনো বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে না।
সাধারণত বিচারপতিদের শপথ অনুষ্ঠান প্রকাশ্যে হয়, তবে এই পরিস্থিতিতে একটি ব্যক্তিগত কক্ষে শপথ গ্রহণ সম্পন্ন হয়। দিল্লি থেকে এলাহাবাদে তাঁর বদলি নিয়ে এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন আপত্তি জানালেও, কেন্দ্র ২৮ মার্চ তাঁর বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে সুর চড়ায় বার অ্যাসোসিয়েশন। এমনকি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। পরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হস্তক্ষেপে আন্দোলন স্থগিত রাখা হয়।
বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে বিপুল টাকা উদ্ধারের খবরটি প্রকাশ্যে আসার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের একটি সভা ডেকেছিলেন। সভায় ঠিক হয় বিচারপতি ভার্মাকে তাঁর পুরনো কর্মক্ষেত্র এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হবে।
সম্প্রতি বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলোতে আগুন লাগে। তাঁর পরিবারের সদস্যরা দমকলে এবং পুলিশে খবর দেন। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর পর ওই বাংলোতেই বিপুল পরিমাণ নগদ টাকা দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সেই সময় বাংলোতে ছিলেন না বিচারপতি।
খবরটি প্রকাশ্যে আসার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের একটি সভা ডেকেছিলেন। সভায় ঠিক হয় বিচারপতি ভার্মাকে তাঁর পুরনো কর্মক্ষেত্র এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই বিচারপতি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন