
তামিলনাড়ু রাজ্য বিজেপি সভাপতি পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন কে আন্নামালাই। শুক্রবার কোয়েম্বাটুরে সাংবাদিকদের সামনে তিনি একথা জানিয়েছেন। ভবিষ্যতেও এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।
আন্নামালাই বলেন, "বিজেপিতে, দলীয় পদের জন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেন না। আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেতা নির্বাচন করি। আমি সেই দৌড়ে নেই। আমি দলের ভবিষ্যতের জন্য শুভকামনা করি।"
এই মন্তব্যের মাধ্যমে তামিলনাড়ু রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু পদ থেকে সরে দাঁড়ানো নয় বরং দলের কৌশলগত রদবদলের একটি অংশ।
তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আন্নামালাই। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনও আসন জিততে পারেনি সে রাজ্যে, তবে ভোটের শতাংশ আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পায়।
এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির জোট নিয়ে আন্নামালাই এর আগে কড়া অবস্থান নিলেও, সম্প্রতি কিছুটা নমনীয় মনোভাব লক্ষ্য করা গেছে তাঁর মধ্যে। দিল্লিতে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ইপিএস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরেই এই অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তামিলনাড়ুর গৌন্ডার সম্প্রদায়ভুক্ত আন্নামালাইয়ের পরিবর্তে যদি অন্য কোনো জাতিগোষ্ঠী বা অঞ্চলের নেতাকে সামনে আনা যায় তাহলে বিজেপি তামিলনাড়ুতে আরও সক্রিয় হয়ে উঠতে পারবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন