
সপ্তাহের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। এক ধাক্কায় সেনসেক্স কমেছে ৩০০০ পয়েন্ট, নিফটি ২২,০০০ -এর নীচে নেমেছে। সাধারণ মানুষরা তো সমস্যায় পড়েছেনই, বাদ পড়েনি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরাও। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে, দেশের শীর্ষ চার ব্যবসায়ী - মুকেশ আম্বানি, গৌতম আদানি, সাবিত্রী জিন্দাল এবং শিব নাদার এক দিনেই ১০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি হারিয়েছেন।
ফোর্বসের তালিকা অনুযায়ী, সবথেকে বেশি শেয়ার হারিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ৩.৬ বিলিয়ন ডলার বা ৩০ হাজার কোটি টাকা কমেছে। যার ফলে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৭.৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তালিকায় রয়েছেন গৌতম আদানিও। তাঁর শেয়ার ৩ বিলিয়ন ডলার কমে বর্তমানে সম্পত্তি দাঁড়িয়েছে ৫৭.৩ বিলিয়ন ডলারে।
তথ্য অনুযায়ী, এই তালিকার রয়েছেন ওপি জিন্দাল গ্রুপের মালিক সাবিত্রী জিন্দাল। যিনি বর্তমানে বিশ্বের ধনীদের তালিকায় ৪৫ নম্বরে রয়েছেন। সোমবার তিনি শেয়ার হারিয়েছেন ২.২ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর সম্পত্তি ৩৩.৯ বিলিয়ন ডলার। এই তালিকায় আর এক ভারতীয় হলেন এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদার। ১.৫ বিলিয়ন ডলার শেয়ার হারিয়ে বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৩০.৯ বিলিয়ন ডলার।
গত জানুয়ারিতে দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে সদ্য ঘোষণা করা শুল্ক নীতি অন্যতম। তার জেরে রক্তক্ষরণ গোটা বিশ্বের শেয়ার বাজারে।
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডক্টর ভি কে বিজয়কুমার বলেছেন, "বিশ্বব্যাপী বাজারগুলিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্পের শুল্কনীতির কারণে উদ্ভূত এই পরিস্থিতির কবে সমাধান হবে তা কেউ জানে না। এখন করণীয় সবচেয়ে ভাল জিনিস হল অপেক্ষা করা এবং নজর রাখা"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন