
চটি হাতে তিন বালকের উপর অত্যাচার। বাধ্য করা হল 'জয় শ্রী রাম' বলতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিওতে এমনই দৃশ্য দেখা গেছে। (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
জানা গেছে, ঘটনাটি মধ্যপ্রদেশের রতলাম জেলার অশোক নগরের সবজি ফরোশ এলাকায় ঘটেছে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি ভাইরাল হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬, ৯ এবং ১১ বছরের তিন বালক সবজি ফরোশ এলাকায় গিয়েছিল। সেখানেই অত্যাচারের শিকার হয়। তাদের তিন জনকে এক জায়গায় বসিয়ে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করে এক যুবক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চটি দিয়ে তিন বালককে মারছে অভিযুক্ত যুবক। মার খেয়ে এক শিশু 'আল্লাহ' বলে। ফের তাদেরকে মারধর করে যুবক বলে, "কী বললি? আল্লহ! 'জয় শ্রী রাম' বল।" অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে কাঁদতে কাঁদতে ৩ বালক 'জয় শ্রী রাম' বলে।
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ দ্রুত অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে। প্রশাসন অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। রতলামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার রাকেশ খাখা বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। পুলিশ এবং সাইবার শাখার আধিকারিকরা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন। তবে ঘটানাটি গত মাসের বলে পুলিশ সূত্রে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন