IIT Baba: সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে 'গেরুয়া পোশাকধারীদের' হাতে আক্রান্ত IIT বাবা!

Peoples Reporter: উত্তরপ্রদেশের নয়ডায় একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রয়াগরাজে ভাইরাল হওয়া আইআইটি বাবা।
আইআইটি বাবা ওরফে অভয় সিং
আইআইটি বাবা ওরফে অভয় সিংফাইল ছবি
Published on

এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে 'আক্রান্ত' হলেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। তাঁর অভিযোগ, একাধিক গেরুয়া পোশাক পরিহিতি ব্যক্তিরা মারধর করেছে তাঁকে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে তাঁকে। এর প্রতিবাদে থানার সামনে বিক্ষোভও দেখান তিনি।

উত্তরপ্রদেশের নয়ডায় একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রয়াগরাজের কুম্ভ মেলায় ভাইরাল হওয়া আইআইটি বাবা। সেখানেই ঘটেছে ঘটনাটি। অভয় সিংয়ের অভিযোগ, নিউজরুমেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করা হয়েছে তাঁকে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন আচমকাই মেজাজ হারান আইআইটি বাবা। এরপর তাঁর দিকে বেশ কয়েকজন গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তি ধেয়ে যান। অভয় সিং 'সনাতন ধর্মের ক্ষতি করছেন' বলে দাবি করেন ওই ব্যক্তিরা। (ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

এই ঘটনার ১২৬ নম্বর সেক্টর থানায় অভিযোগ জানান আইআইটি বাবা। রীতিমতো থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। ধর্নায় বসেন। তাঁর অভিযোগ, পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না। যদিও পুলিশ তাঁকে বুঝিয়ে ধর্না থেকে তুলে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

থানার এসএইচও ভূপেন্দ্র সিং জানান, আমরা আইআইটি বাবাকে বিক্ষোভ প্রত্যাহার করতে বলি। তাঁকে বোঝাই। পরে তিনি বিক্ষোভ তুলে নেন এবং চলে যান।

প্রসঙ্গত, চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (পূর্বতন এলাবাহাদ) চলা মহাকুম্ভ মেলা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পর সন্ন্যাস নিয়েছিলেন বলে এইরূপ নাম হয় তাঁর। তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করছিলেন তিনি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা তাঁর ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়। তিনি জানিয়েছিলেন, ভারতকে হারিয়ে পাকিস্তান জিতবে ম্যাচ। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো।

আইআইটি বাবা ওরফে অভয় সিং
Uttarakhand Avalanche: উত্তরাখন্ডে ভয়াবহ তুষারধস! আটক ৫৭ শ্রমিক, খারাপ আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ
আইআইটি বাবা ওরফে অভয় সিং
Sensex & Nifty: বাজার জুড়ে ধস, সেনসেক্স নামলো ১১৫০ পয়েন্ট, নিফটি ৩৫০ পয়েন্টের বেশি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in