ওখানে কেন সেনা ছিল না? এই সরকারকে আর ভোট নয় - কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ নিহতের স্ত্রীর

People's Reporter: মঙ্গলবার পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে রয়েছেন গুজরাটের বাসিন্দা শৈলেশ হিম্মতভাই কলথিয়া। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে উপস্থিত চিলেন গুজরাটের কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন নিহতের স্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন নিহতের স্ত্রীছবি - সংগৃহীত
Published on

“আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, তাহলে আর কখনও ভোট চাইতে আসবেন না”। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় স্বামীকে হারিয়ে তাঁর শেষকৃত্যে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্ত্রী। 

মঙ্গলবার পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটকের মধ্যে রয়েছেন গুজরাটের বাসিন্দা শৈলেশ হিম্মতভাই কলথিয়া। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন গুজরাটের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। তাঁর সামনেই স্বামীর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে ক্ষোভ উগরে দিলেন শীতলবেন।

এদিন শীতলবেন বলেন, “কিছুই ছিল না ওখানে (দুর্ঘটনাস্থলে)। না কোনও সেনা, না কোনও পুলিশ, না কোনও সুযোগসুবিধা!’’ তাঁর প্রশ্ন, “যখন ভিআইপিরা বা কোনও বড় নেতা যান, তখন কত কত গাড়ি যায়। হেলিকপ্টার ওড়ে। এগুলোর জন্য কারা টাকা দেয়? আমরা দিই। এই ব্যবস্থা কেন শুধু ভিআইপিদের জন্য? কেন আমাদের জন্য নয়?’’

তিনি বলেন, ‘‘ওখানে নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? ওই এলাকায় তো অনেক নিরাপত্তারক্ষী ছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে বৈসরন উপত্যকায় কেউ ছিল না”।

এরপরেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শীতলবেন বলেন, “আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, তাহলে আর ভোট চাইতে আসবেন না। আমরা আর এই সরকারকে ভোট দেব না”। তাঁর সংযোজন, ‘‘এই সরকার শুধু বলে যাচ্ছে, আমরা করে দেখাব! কিন্তু এত কিছু ঘটে গেল, তার পরেও কেউ কিছু করছে না”।

কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন নিহতের স্ত্রী
Pahalgam: পহেলগাঁও কান্ডে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন করে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত সাংবাদিক
কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন নিহতের স্ত্রী
Pahalgam: পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা, স্থগিত ওয়াকফ রক্ষা আন্দোলন! ঘোষণা মুসলিম বোর্ডের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in