RSS: 'সবসময় ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত, ইংরাজীতে কথা বলা উচিত নয়' - হিন্দুদের বার্তা মোহন ভাগবতের

People's Reporter: মোহনও ভাগবত বলেন, 'নিয়ম মেনে ধর্ম পালন করা উচিত। এবং যদি কোনও প্রথা নিয়মের বাইরে থাকে, তবে সেগুলি বাতিল করা উচিত'।
মোহন ভাগবত
মোহন ভাগবতফাইল চিত্র - সংগৃহীত
Published on

হিন্দুদের পশ্চিমী পোশাক ত্যাগ করে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত। হিন্দুদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিন্দুদের ইংরাজী ভাষা বলাও বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

বুধবার কেরালার পাঠানমথিত্তা জেলার পাম্পা নদীর তীরে এক ধর্মীয় সমাবেশে যোগ দেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই তিনি হিন্দুদের জন্য একাধিক নির্দেশ দেন।

ভাগবত বলেন, 'নিয়ম মেনে ধর্ম পালন করা উচিত। এবং যদি কোনও প্রথা নিয়মের বাইরে থাকে, তবে সেগুলি বাতিল করা উচিত'।

তিনি আরও বলেন, "আমাদের এটাও বিবেচনা করা উচিত যে আমরা যে ভাষাতে কথা বলি, যে স্থানে আমরা ভ্রমণ করি এবং আমাদের পোশাক - এই সবকিছু আমাদের ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। আমাদের নিজেদের এলাকারই বিভিন্ন স্থানে ভ্রমণ করা উচিত। আমাদের ভাইদের সাথে দেখা করা উচিত যাদের সাহায্যের প্রয়োজন। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত নয় এবং আমাদের স্থানীয় খাবার খাওয়া উচিত। কোনও অনুষ্ঠানে যোগদানের সময়, আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকের ধরণ মেনে চলা উচিত, পশ্চিমা পোশাক নয়"।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই রাজ্যে আসতে পারেন মোহন ভাগবত। জানা যাচ্ছে ১০ দিনের জন্য রাজ্য সফর করবেন তিনি। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন রাজ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সংঘ প্রধানের এই সফর গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। ভোটের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের প্রভাব পড়তে পারে মোহন ভাগবতের জন্য। এখন দেখার রাজ্যে এসে তিনি কী বক্তব্য রাখেন।

মোহন ভাগবত
Illegal Migrants: ভারতীয়দের হাতে পায়ে শেকল নিয়ে প্রশ্ন - বিরোধী সাংসদদের বিক্ষোভে মুলতুবি অধিবেশন
মোহন ভাগবত
Tirupati: 'মন্দিরের পবিত্রতা রক্ষার স্বার্থে' ১৮ অহিন্দু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ তিরুপতি কর্তৃপক্ষর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in