আদানি গ্রুপের ‘জালিয়াতি’ নিয়ে হিন্ডেনবার্গ রিপোর্ট - ‘খতিয়ে দেখা হচ্ছে’ প্রতিক্রিয়া LIC-র

এলআইসির তরফ থেকে প্রেস রিলিজ প্রকাশ করে জানানো হয়েছে, ‘আদানি গ্রুপ নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট পর্যালোচনা হচ্ছে। আদানি গ্রুপের প্রতিক্রিয়াও পর্যালোচনায় নেওয়া হয়েছে।’
আদানি গ্রুপের ‘জালিয়াতি’ নিয়ে হিন্ডেনবার্গ রিপোর্ট - ‘খতিয়ে দেখা হচ্ছে’ প্রতিক্রিয়া LIC-র
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

‘আদানি গ্রুপ’ (Adani Group)-র ‘জালিয়াতি’ নিয়ে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের পরই ধস নেমেছে শেয়ার বাজারে। আর, এই নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ভারতের বৃহত্তম বীমা সংস্থা - লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)।

সোমবার, প্রেস রিলিজ প্রকাশ করে জানানো হয়েছে, ‘আদানি গ্রুপ নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট পর্যালোচনা হচ্ছে। আদানি গ্রুপের প্রতিক্রিয়াও পর্যালোচনায় নেওয়া হয়েছে।’

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় মোট ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করেছে এলআইসি (LIC)।’

সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)-কে LIC-র ম্যানেজিং ডিরেক্টর রাজ কুমার (Managing Director Raj Kumar) জানিয়েছেন, ‘বর্তমানে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আসল ঘটনা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। যেহেতু আমরা একটি বড় বিনিয়োগকারী, তাই আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন করার অধিকার রয়েছে। এবং অবশ্যই আমরা তাদের (আদানিদের) সাথে থাকব।’

তিনি বলেন, ‘অবশ্যই আদানি গ্রুপ যে ৪১৩ পৃষ্ঠার প্রতি-উত্তর দিয়েছে, তা আমরা অধ্যয়ন করছি।’ একইসঙ্গে LIC-র ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমরা এটাও দেখব যে, উদ্বেগের সমাধান করা হচ্ছে কি না! যদি আমরা দেখি (হিন্ডেনবার্গের) উদ্বেগের সমাধান করা হচ্ছে না, আমরা তাদের কাছ থেকে আরও স্পষ্টীকরণ চাইব। দু-এক দিনের মধ্যে তাদের সাথে যোগাযোগ করব আমরা এবং তাদের মতামত ও ব্যাখ্যা চাইব।’

বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, ডিসেম্বরের শেষ পর্যন্ত আদানি এন্টারপ্রাইজে (ADEL.NS) ৪.২৩% শেয়ার, আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনে (APSE.NS) ৯% এর বেশি শেয়ার, আদানি টোটাল গ্যাসে (ADAG.NS) প্রায় ৬% এবং আদানি ট্রান্সমিশন (ADAI.NS)-এ ৩.৬৫% শেয়ারে বিনিয়োগ করেছে ভারতের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)।

আদানি গ্রুপের ‘জালিয়াতি’ নিয়ে হিন্ডেনবার্গ রিপোর্ট - ‘খতিয়ে দেখা হচ্ছে’ প্রতিক্রিয়া LIC-র
Adani গ্রুপে বিনিয়োগ করে LIC-র সর্বনাশ, দু'দিনে লোকসান ১৬,৫৮০ কোটি টাকা!

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in