Himachal Pradesh: মহিলাকে লাগাতার হেনস্থা! অভিযোগ দায়ের হতেই BJP বিধায়কের দাবি 'ও আমার মেয়ের মতো'

People's Reporter: ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের ছাম্বা জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নির্যাতিতা অভিযোগ করেন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কারণে তাঁকে হুমকির শিকার হতে হচ্ছে।
বিজেপি বিধায়ক হংস রাজ
বিজেপি বিধায়ক হংস রাজছবি - হংস রাজের ফেসবুক ওয়াল
Published on

হিমাচল প্রদেশের চুরাহ-র বিজেপি বিধায়ক হংস রাজের বিরুদ্ধে 'হয়রানি এবং হুমকি' দেওয়ার অভিযোগ তুললেন এক মহিলা। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি ওই মহিলার। ইতিমধ্যেই সেই মহিলার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের ছাম্বা জেলায়। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নির্যাতিতা মহিলা অভিযোগ করেন, বিজেপি বিধায়ক হংস রাজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর কারণে তাঁকে হুমকির শিকার হতে হচ্ছে। তাঁর পরিবারেরও ক্ষতি করার পরিকল্পনা করা হচ্ছে।

নির্যাতিতার অভিযোগ, বিধায়কের স্ত্রী-ও তাঁকে হুমকি দিয়েছেন। এক ডাক্তার ও এক জুনিয়র ইঞ্জিনিয়ার তাঁর বাবার সঙ্গে অসদাচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ভিডিওতে মহিলাকে বলতে শোনা যায়, "লড়াইটা আমার সাথে। আমার পরিবারের সাথে নয়। কেন আমার পরিবারকে টেনে আনা হচ্ছে এর মধ্যে। আমার পরিবারের ক্ষতি করতে চাইলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিধায়ক আমার জীবন নষ্ট করে দিয়েছেন। পুলিশে অভিযোগ জানিয়েছিলাম। কোনও কাজ হয়নি। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পুলিশ বিধায়কের সাথে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছে।" (ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

যদিও ওই মহিলার করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। হংস রাজ বলেন, "এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা। যিনি অভিযোগ করছেন তিনি আমার মেয়ের মতো। আগেও একই অভিযোগ করেছিলেন। পুলিশ তদন্ত করে রিপোর্ট দিয়েছে। আমি বুঝতে পারছি না, আবার কেন একই অভিযোগ তুলছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য হয়তো এই কাজ করা হচ্ছে। আমি মানহানির মামলা করব।"

প্রসঙ্গত, গত বছরও ওই মহিলা হংস রাজের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন। অভিযোগ ছিল যে বিধায়ক তাঁকে অশালীন বার্তা পাঠিয়েছেন এবং অশ্লীল ছবি চেয়েছেন। তবে পুলিশ তদন্ত শেষে মামলাটি বন্ধ (closure report) করে দেয়।

বিজেপি বিধায়ক হংস রাজ
Bihar Polls 25: বিহারে ভোটের আগেই পিকের দলের কর্মী খুন! গ্রেফতার জেডিইউ প্রার্থী 'বাহুবলী' অনন্ত সিং
বিজেপি বিধায়ক হংস রাজ
PM Modi: অনুপ্রবেশকারীদের কারণে দেশের নিরাপত্তা ও ঐক্য প্রশ্নের মুখে - প্রধানমন্ত্রী মোদি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in