
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলেই শোকপ্রকাশ করেছেন।
গত ১১ মে থেকে তিনি নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। এক্স মাধ্যমে তিনি লেখেন, “প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকজীর মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁকে সর্বদা এমন একজন ব্যক্তি হিসেবে স্মরণ করব যিনি নির্ভীকভাবে সত্য কথা বলেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের স্বার্থের কথা বলেছিলেন। আমি তাঁর পরিবার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাই”।
শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকজির মৃত্যুতে আমি শোকাহত, যিনি কিছু সত্য কথা বলে ভারতীয় রাজনীতিতে বিখ্যাত হয়েছিলেন, যা খুব কম লোকই এই সাহস দেখাতে পারে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা।
তিনি আরও লেখেন, “সত্যপালজি ভারতীয় কৃষকদের বিক্ষোভের সমর্থনে এবং পুলওয়ামা হামলার সাথে জড়িত কিছু অপ্রীতিকর সত্যের সমর্থনে সাহসের সাথে বক্তব্য রেখেছিলেন। এই সাহস আমাদের স্যালুটের দাবিদার, এবং আজ আমি আবারও সেই স্যালুট জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি”।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লেখেন, “দেশের কৃষকদের সোচ্চার কণ্ঠস্বর এবং প্রাক্তন রাজ্যপাল শ্রী সত্যপাল সিং মালিকজির মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। শোকাহত পরিবার এবং সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা”।
সমবেদনা জানিয়েছেন অখিলেশ যাদবও। তিনি জানান, “গোয়া, বিহার, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল শ্রী সত্যপাল মালিক জি মারা গেছেন, খুবই দুঃখজনক ঘটনা! তাঁর আত্মার শান্তি কামনা করি”।
উল্লেখ্য, গত ৮ জুন সত্যপাল মালিক নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। যেখানে তিনি নিজেকে ‘গুরুতর’ অসুস্থ বলে দাবি করেছিলেন। তাঁর মৃত্যুদিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঠিক ৬ বছর আগে, ২০১৯ সালের এই দিনেই তিনি রাজ্যপাল থাকাকালীনই জম্মু ও কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেওয়া সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপ করা হয়েছিল।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরজেডি নেতা এবং বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। নিজের এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় তিনি লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাজ্যপাল, কৃষকদের রক্ষক, সাম্য, ন্যায়বিচার ও দরিদ্রদের একনিষ্ঠ সমর্থক, সমাজতন্ত্রের প্রবক্তা, নিরপেক্ষতা ও জনসাধারণের জন্য স্পষ্টবাদী কণ্ঠস্বর, গণতন্ত্রের সজাগ রক্ষক, শ্রদ্ধেয় শ্রী সত্যপাল মালিকজীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
তেজস্বী আরও লিখেছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর আত্মাকে তাঁর চরণকক্ষে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের শোক সহ্য করার এবং ধৈর্য ধরার শক্তি দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন