বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!

People's Reporter: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০ হাজার দক্ষ শ্রমিকের প্রয়োজন। নির্মাণকাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫-৫৪ বছরের মধ্যে।
বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!
গ্রাফিক্স - আকাশ

বেকারত্ব নিয়ে বার বার হরিয়ানা সরকারকে নিশানা করেছে বিরোধীরা। এবার সেই হরিয়ানা সরকার ১০ হাজার বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলো। তবে সকলকেই পাড়ি দিতে হবে সুদূর ইজরায়েলে। বিনিময়ে মিলবে মোটা অঙ্কের বেতনও।

বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুক্রবার হরিয়ানা কৌশল রোজগার নিগম কর্তৃক প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০ হাজার দক্ষ শ্রমিকের প্রয়োজন। নির্মাণকাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫-৫৪ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে।

মূলত কাঠের কাজ, মেঝেতে টাইলস বসানো, শিল্পক্ষেত্রে বিভিন্ন নির্মাণ, লোহার কাজ জানতে হবে ওই শ্রমিকদের। ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের জেরে দুই দেশেরই একের পর এক বহুতল ধ্বংস হয়েছে। এমনকি কোনো নতুন নির্মাণকাজও চালাতে পারছে না সেই দেশের সরকার। কারণ যুদ্ধের আতঙ্কে ইজরায়েল ছেড়েছে বহু শ্রমিক।

হরিয়ানা সরকারের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শ্রমিকদের ইজরায়েলে যেতে হবে। বিনিময়ে প্রতিমাসে ৬১০০ ইজরায়েলি শেকেল (ইজরায়েলের মুদ্রা) পাবেন এক একজন শ্রমিক। ভারতীয় মূদ্রার হিসেবে যা মাসে ১ লক্ষ ৩৪ হাজারের একটু বেশি।

অন্যদিকে, দু'মাসের বেশি হয়ে গেল ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের বিরাম নেই। শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার প্রাণ চলে গেছে এই যুদ্ধের ফলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুদ্ধ থামানোর আর্জি জানানো হচ্ছে। কিন্তু কবে থাম্বে এই যুদ্ধ, আর কত মানুষের প্রাণ যাবে তা সময়ই বলবে।

উল্লেখ্য, চলতি বছরে অগাস্ট মাসে হরিয়ানা বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী ওই রাজ্যে জুলাই মাস পর্যন্ত ৫ লক্ষ ৪৩ হাজারের বেকার যুবক-যুবতী কাজের জন্য আবেদন জানিয়েছেন। তবে নতুন করে ১০ হাজার কর্মসংস্থান কিছুটা হলেও বেকারত্ব কমাতে পারবে ঠিকই। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সে দেশে কতজন শ্রমিক পাড়ি দেন সেটাই দেখার। শুধু ইজরায়েলের জন্য নয়, দুবাই এবং যুক্তরাজ্যের জন্যও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুবাইয়ের জন্য ৫০ জন বাউন্সার নিয়োগ করা হবে এবং যুক্তরাজ্যের জন্য ১২০ জন নার্স নিয়োগ করা হবে।

বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!
USA: মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক গৃহহীন, ১ বছরে বৃদ্ধি ১২ শতাংশ
বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!
রাজ্যে পলিটেকনিকে রেকর্ডহারে ভর্তি কমেছে, কলেজগুলিতে নেই শিক্ষক-শিক্ষাকর্মী
বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!
Surat Diamond Bourse: পেন্টাগন নয়, এবার বিশ্বের বৃহত্তম অফিস হতে চলেছে সুরাটে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in