Gujarat: গুজরাটের বানসকান্থায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৭

People's Reporter: দিসা পুলিশ স্টেশনের তথ্য অনুসারে, সকাল সাড়ে ৯টা বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এই কারখানার মালিক খুপচাঁদ নামক এক ব্যক্তি। আগুন লাগার পর শ্রমিকরা ওই বাড়ির ভেতরেই আটকে পড়ে।
গুজরাটের বানসকান্থায় বাজি কারখানা বিস্ফোরণ
গুজরাটের বানসকান্থায় বাজি কারখানা বিস্ফোরণপ্রতীকী ছবি
Published on
Summary

* গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ।

* মৃত কমপক্ষে ১৭ জন।

* এখনও চলছে উদ্ধারকাজ।

গুজরাটে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বানসকান্থা জেলার দিসা শহরে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে জানা গেছে এক বাজি কারখানার গোডাউনে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে চার তলা বাড়ির অধিকাংশই সম্পূর্ণ ধসে গেছে। এখনও উদ্ধারকাজ চলছে।

দিসা পুলিশ স্টেশনের তথ্য অনুসারে, সকাল সাড়ে ৯টা নাগাদ ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এই কারখানার মালিক খুপচাঁদ নামক এক ব্যক্তি। আগুন লাগার পর শ্রমিকরা ওই বাড়ির ভেতরেই আটকে পড়ে। ওই সময় ঠিক কতজন শ্রমিক কারখানায় ছিলেন এবং কতজন বেরিয়ে আসতে সক্ষম হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

আগুন লাগার পরেই দিসা পুরসভার পক্ষ থেকে ঘটনাস্থলে ৫টি দমকল পাঠানো হয়। শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় পুলিশ ও প্রশাসন কীভাবে এই আগুন লাগলো ও বিস্ফোরণ ঘটলো তার তদন্ত শুরু করেছে।  

বানসকান্থার কালেক্টর মিহির প্যাটেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিস্ফোরণে সম্পূর্ণ বাড়িটিই ধসে পড়েছে। সেখানে থেকেই ১৩টি দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংস স্তূপ না সরানো হলে সেখানে আরও দেহ আছে কিনা তা বোঝা সম্ভব নয়। এই ঘটনায় আহত ৪ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুজরাটের বানসকান্থায় বাজি কারখানা বিস্ফোরণ
Uttarakhand: ঔরঙ্গজেবপুর হবে শিবাজিনগর! ৪ জেলার ১৫ জায়গার নাম বদল উত্তরাখণ্ড বিজেপি সরকারের
গুজরাটের বানসকান্থায় বাজি কারখানা বিস্ফোরণ
Sensex & Nifty: অর্থবর্ষের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস, সেনসেক্স-নিফটি পড়লো ১২০০ ও ৩০০ পয়েন্টের বেশি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in