নির্বাচন কমিশনের এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হল দেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) অরুণ প্রকাশকে। তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য তাঁকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। গতকাল দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক পোষ্টে একথা জানিয়েছেন প্রাক্তন নৌসেনা কর্তা স্বয়ং। বর্তমানে তিনি গোয়ায় বসবাস করেন। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিএনি ‘বীরচক্র’ সম্মানে ভূষিত।
১১ জানুয়ারি দুপুরে করা ওই পোষ্টে বেশ কিছুটা বিরক্তি সহকারেই নৌবাহিনীর প্রাক্তন প্রধান লিখেছেন, ২০ বছর আগে অবসর নেবার পর থেকে আজ পর্যন্ত আমি কোনও বিশেষ সুবিধার দাবি জানাইনি। আমি এবং আমার স্ত্রী নিয়ম মেনে প্রয়োজনীয় তথ্য সহ এসআইআর ফর্ম পূরণ করেছি। খসড়া তালিকায় আমাদের নামও ছিল। কিন্তু তারপরেও আমাদের কাছে নির্বাচন কমিশনের নোটিশ এসেছে।
ওই পোষ্টেই তিনি কমিশনকে উদ্দেশ্য করে লিখেছেন, যদি এসআইআর ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য না থেকে থাকে তাহলে তা সংশোধন করা উচিত। বিএলও আমাদের বাড়িতে ৩ বার এসেছিলেন এবং তিনি চাইলেই আমাদের কাছ থেকে আরও তথ্য চাইতে পারতেন। আমরা ৮২ এবং ৭৮ বছর বয়সী দম্পতি এবং আমাদের ১৮ কিলোমিটার দূরের অফিসে দুটি আলাদা দিনে গিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। জানা গেছে তাঁকে আগামী ১৭ জানুয়ারি এবং তাঁর স্ত্রীকে আগামী ১৯ জানুয়ারি শুনানির জন্য হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গোয়া মুখ্য নির্বাচন আধিকারিকের বিবৃতি অনুসারে এসআইআর-এর খসড়া তালিকায় প্রায় ১ লক্ষ নাম বাদ পড়েছে। গোয়ায় আগে মোট ভোটার ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ৩৪। যা কমে হয়েছে ১০ লক্ষ ৮৪ হাজার ৯৯২। গোয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। গোয়ায় এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে বাদ গেছে ২৫,৫৭৪ জন মৃত ভোটার, স্থানান্তরিত ৭২,৪৭১ ভোটার এবং একাধিক জায়গায় নাম থাকা ১,৯৯৭ জন ভোটার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন