
আগামীকাল অর্থাৎ ৯ জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। যেখানে অংশ নিতে চলেছেন প্রায় ২৫ কোটি শ্রমিক। যার জেরে ভারতজুড়ে ব্যাহত হতে পারে পরিবহন, ব্যাঙ্ক, ডাক সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা।
আগামী ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, এলপিএফ, এইচএমএস, টিইউসিসি, আইএনএলসি প্রভৃতি সংগঠন। এছাড়াও দেশের একাধিক গণসংগঠনের পক্ষ থেকে ৯ জুলাইয়ের ধর্মঘটে সমর্থন জানান হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে কমপক্ষে ২৫ কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। যার জেরে ব্যাহত হতে পারে ব্যাঙ্ক, ডাক, কয়লা খনি সহ একাধিক ক্ষেত্রের পরিষেবা।
এই বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের "শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেটপন্থী নীতির" বিরোধিতায় সংগঠিত হচ্ছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর সাধারণ সম্পাদক অমরজিৎ কৌর জানিয়েছেন, “শ্রমিকদের পাশাপাশি কৃষক ও গ্রামীণ শ্রমিকরাও এই প্রতিবাদে শামিল হবেন।”
ট্রেড ইউনিয়নগুলির দাবি, শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে ১৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হলেও, কেন্দ্র সেই দাবিগুলিকে কার্যত অগ্রাহ্য করেছে। ইউনিয়নগুলির অভিযোগ, গত এক দশকে সরকার কোনও বার্ষিক শ্রমিক সম্মেলনের ডাকই দেয়নি।
এক যৌথ বিবৃতিতে ইউনিয়নগুলি জানায়, “সংসদে পাস হওয়া চারটি শ্রম আইন শ্রমিকদের অধিকারে হস্তক্ষেপ করছে। ধর্মঘটের অধিকার খর্ব হচ্ছে, কর্মঘণ্টা বেড়ে যাচ্ছে এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনকে দুর্বল করা হচ্ছে।”
এছাড়াও, নিয়োগকর্তাদের সুবিধার্থে সরকার ELI (Employment Linked Incentive) প্রকল্প চালু করছে বলে অভিযোগ করা হয়েছে। দেশব্যাপী সাধারণ ধর্মঘটে শামিল হতে চলেছেন ব্যাঙ্ক ও ইন্সিওরেন্স ক্ষেত্রের কর্মীরাও। অল ইন্ডিয়া ইন্সিওরেন্স এমপ্লইয়িজ অ্যাসোসিয়েশন (AIIEA) জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বান্ধব জনবিরোধী নীতির প্রতিবাদে এই ধর্মঘট। বুধবারের এই ধর্মঘটে অংশ নিতে চলেছে AIBEA, AIBOA, BEFI, AIIEA, AILICEF, এবং AINLIEF (INTUC)-র মতো ব্যাংক কর্মীদের সংগঠনগুলি।
ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কৃষি শ্রমিক ইউনিয়নের যৌথ মঞ্চও। এই ধর্মঘটের ফলে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা, পরিবহন, খনি উৎপাদন, ডাক ও সরকারি দফতরের স্বাভাবিক কাজকর্মে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন