ক্রেডিট কার্ড থেকে আধার আপডেট - ১ নভেম্বর থেকে বদল ৫ নিয়মে! কোথায় বাড়বে খরচ, কোথায় স্বস্তি?

People's Reporter: আগামী এক বছর পর্যন্ত শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তবে প্রাপ্তবয়স্কদের আঙুলের ছাপ বা চোখের স্ক্যান সংক্রান্ত বায়োমেট্রিক আপডেটের জন্য খরচ হবে ১২৫ টাকা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - এআই
Published on

নভেম্বর মাসের প্রথম দিন থেকেই আমূল পরিবর্তন হচ্ছে ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেনের বিভিন্ন নিয়মে। আধার আপডেট থেকে শুরু করে ক্রেডিট কার্ড ফি, জিএসটি কাঠামো - সব ক্ষেত্রেই কার্যকর হচ্ছে একগুচ্ছ নতুন নির্দেশ। দেখে নিন, কোন পরিবর্তন আপনার পকেটে বাড়তি চাপ ফেলতে পারে, আর কোথায় মিলছে স্বস্তি।

SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাড়তি চার্জ

১ নভেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডধারীদের নির্দিষ্ট কিছু লেনদেনে অতিরিক্ত খরচ গুনতে হবে।

যদি আপনি CRED, MobiKwik-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে স্কুল বা কলেজ ফি দেন, সেই লেনদেনে ১% অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। একইসঙ্গে, যদি ১,০০০ টাকার বেশি পরিমাণে কোনো ডিজিটাল ওয়ালেট - যেমন Paytm, PhonePe লোড করেন SBI কার্ড দিয়ে, সেখানেও ১% ফি দিতে হবে।

অর্থাৎ, ক্রেডিট কার্ডে অনলাইন ফান্ড লোড বা শিক্ষামূলক পেমেন্ট করার আগে একটু হিসেব করে নেওয়াই ভালো।

আধার কার্ড আপডেটের নিয়মে নতুন কাঠামো

UIDAI শিশুদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে। আগামী এক বছর পর্যন্ত শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আপডেট ফি বাড়ানো হয়েছে। নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর পরিবর্তনে এখন ৭৫ টাকা দিতে হবে। আঙুলের ছাপ বা চোখের স্ক্যান সংক্রান্ত বায়োমেট্রিক আপডেটের জন্য খরচ হবে ১২৫ টাকা।

সবচেয়ে বড় পরিবর্তন, এখন থেকে কিছু মৌলিক তথ্য (যেমন নাম বা জন্মতারিখ) নথি আপলোড না করেও অনলাইনে আপডেট করা যাবে।

জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন

১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন GST স্ল্যাব ব্যবস্থা। এতদিনের চারটি স্ল্যাব ৫%, ১২%, ১৮% ও ২৮% সরলীকৃত করে এখন রাখা হয়েছে দুটি স্তর। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল হচ্ছে।

তবে বিলাসবহুল পণ্য বা ক্ষতিকর দ্রব্যের ক্ষেত্রে সর্বাধিক ৪০% পর্যন্ত GST আরোপিত হতে পারে। সরকারের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে কর কাঠামোকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করা যাবে।

ব্যাংক অ্যাকাউন্টের মনোনয়ন পদ্ধতিতে নতুন নিয়ম

নভেম্বর থেকে মনোনয়ন (Nomination) সংক্রান্ত নিয়মেও আসছে বড় পরিবর্তন। এখন থেকে একটি একক অ্যাকাউন্ট, লকার বা সেফ ডিপোজিট-এর ক্ষেত্রে সর্বাধিক চারজন মনোনীত ব্যক্তিকে যুক্ত করা যাবে।

মনোনীত ব্যক্তি পরিবর্তন বা নতুন করে যুক্ত করার প্রক্রিয়াটিও এখন সম্পূর্ণ অনলাইন। এর ফলে অপ্রত্যাশিত পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জন্য তহবিল অ্যাক্সেস করা আরও সহজ হবে।

এনপিএস থেকে ইউপিএসে ট্রান্সফারের সময়সীমা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির খবর। জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) থেকে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এ স্থানান্তরের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর ফলে কর্মীরা তাঁদের ভবিষ্যৎ পেনশন পরিকল্পনা নিয়ে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

লাইফ সার্টিফিকেট

কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বরের মধ্যে জীবিত থাকার শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) জমা দিতে হবে। যে ব্যাঙ্কে তাঁদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তাঁরা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনেও জমা করতে পারবেন। জীবনপ্রমাণ পোর্টালের মাধ্যমে এটা করা যাবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in