Sharjeel Imam: দিল্লি হিংসা মামলায় সাড়ে চার বছর পর জামিন JNU-র প্রাক্তন পড়ুয়া শারজিল ইমামের!

People's Reporter: নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ করার পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন শারজিল।
শারজিল ইমাম
শারজিল ইমামফাইল ছবি সংগৃহীত
Published on

দিল্লি হাইকোর্টে জামিন মঞ্জুর হলো জেএনইউ-র প্রাক্তন পড়ুয়া তথা সমাজকর্মী শারজিল ইমামের। রাষ্ট্রদোহ সম্পর্কিত একটি মামলা থেকে মুক্তি পেলেন তিনি। তবে এখনই জেল থেকে মুক্তি পাবেন না তিনি।

২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল শারজিল ইমামকে। (ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। এর আগে রাষ্ট্রদোহ সম্পর্কিত দুটি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার আরও একটি মামলা থেকে মুক্তি দিল আদালত।

নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ করার পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন শারজিল। বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ শারজিলের আবেদন মঞ্জুর করে। তবে প্রাক্তন জেএনইউ পড়ুয়ার বিরুদ্ধে এখনও একাধিক বিচারাধীন মামলা রয়েছে। সেগুলি থেকে মুক্তি পাননি তিনি। ফলে এখনও জেলেই থাকতে হবে। ২০২০ সালের ২৮ জানুয়ারি থেকে তিনি জেল হেফাজতেই আছেন।

শারজিল ইমাম
UP: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের ছেলের কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত দুই কিশোর! গ্রেফতার চালক
শারজিল ইমাম
Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in