'ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি' - কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহ

আবদুল্লাহর কথায়, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তাই, জম্মু ও কাশ্মীরের প্রবেশপথে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন তিনি।
কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহ
কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহফাইল ছবি

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় এবার যোগ দিতে চলেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি একথা জানিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে বর্তমানে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা।

জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এর নেতৃত্বে রয়েছেন সাংসদ রাহুল গান্ধী। এবার এই পদযাত্রায় পা মেলানোর ইচ্ছাপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আবদুল্লাহর কথায়, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তাই, জম্মু ও কাশ্মীরের প্রবেশপথে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন তিনি।

নয়াদিল্লি থেকে সংবাদমাধ্যমে বর্ষীয়ান নেতা জানান, 'ভারত জোড়ো যাত্রা জম্মু-কাশ্মীরের প্রবেশ পথ লখনপুরে পৌঁছানো মাত্রই আমি সেখানে যাব। এরপর রাহুল গান্ধীর সাথে পদযাত্রায় পা মেলাব। জাতির ঐক্য এবং অখণ্ডতার জন্য আমরা একসাথে হাঁটব। ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।'

বর্তমানে একটি সংসদীয় কমিটির বৈঠকের জন্য নয়াদিল্লিতে রয়েছেন ফারুক আবদুল্লাহ। যদিও তিনি যত দ্রুত সম্ভব জম্মু ফিরে যাবেন বলেই জানিয়েছেন।

অন্যদিকে আজ ভারত জড়ো যাত্রায় পা মিলিয়েছেন রাহুল গান্ধীর বোন তথা কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহ
সাভারকার বিতর্কের মাঝেই কংগ্রেসের Bharat Jodo Yatra-য় রাহুলের পাশে গান্ধীজির প্রপৌত্র
কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহ
ইন্দোরে পা রাখলেই বোমা হামলা! - ভারত জোড়ো যাত্রার মাঝেই খুনের হুমকি রাহুলকে

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in