Mumbai: মর্মান্তিক! ভিড়ে ঠাসা ট্রেন থেকে লাইনে ছিটকে পড়লেন যাত্রীরা! অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা

People's Reporter: এই ঘটনার পর একটি সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গেছে, মুম্বাই শহরতলির জন্য যেসমস্ত রেক এখন তৈরি করা হচ্ছে সেগুলিতে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধের ব্যবস্থা রাখা হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল চিত্র
Published on

ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। প্রবল ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন যাত্রীরা। যার জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের থানের মুম্ব্রা স্টেশনের কাছে। এদিন সকালে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিল ভিড়ে ঠাসা একটি লোকাল ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেনটিতে এতটাই ভিড় ছিল যে পা রাখার জায়গা ছিল না। ভিতরে ঢুকতে না পেরে হাতল ধরেই ঝুলছিলেন বেশ কয়েকজন যাত্রী। ট্রেন স্টেশন থেকে ছেড়ে কিছুটা এগোতেই হাত ফসকে পড়ে যান অনেকে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, আহতের অনেকের অবস্থাই সঙ্কটজনক। কী ভাবে এই ঘটনা হল, তার তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের চাপেই এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন থেকে যাঁরা পড়ে গিয়েছেন, তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

অন্যদিকে, এই ঘটনার পর একটি সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গেছে, মুম্বাই শহরতলির জন্য যেসমস্ত রেক এখন তৈরি করা হচ্ছে সেগুলিতে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি, যে রেক গুলি এখন রয়েছে, সেগুলিকে নতুন করে ডিজাইন করা হবে এবং দরজা বন্ধের ব্যবস্থা রাখা হবে।

প্রতীকী ছবি
চেনাব ব্রিজ নির্মাণের মূল কান্ডারি মাধবীলতা! ১৭ বছর ধরে নীরবে কাজ করে গেছেন এই ইঞ্জিনিয়ার
প্রতীকী ছবি
Bengaluru Stampede: পদপিষ্টের ঘটনায় কর্ণাটক হাইকোর্টের ৯ প্রশ্নের মুখে সিদ্দারামাইয়ার সরকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in