
আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের আনন্দে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক। আহত কমপক্ষে ৫০ জন। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অনেকেই কর্ণাটক প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুলছেন। এই আবহে কর্ণাটক সরকারের কাছে এই ঘটনা নিয়ে ৯টি প্রশ্ন রাখল সে রাজ্যের হাইকোর্ট। আগামী ১০ জুনের মধ্যে আদালত সেই উত্তরগুলি চেয়েছে।
বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা নিয়ে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সি এম যোশীর বেঞ্চে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ কংগ্রেস সরকারের উদ্দেশ্যে এই ঘটনা নিয়ে ৯টি প্রশ্ন করেছে। প্রশ্ন গুলি হল -
ঘটনার দিন যানজট নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?
ভিড় নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নিয়েছিল বেঙ্গালুরু প্রশাসন?
উদযাপনের ভিড় সম্পর্কে আগে থেকে কী কোনও মূল্যায়ন করা হয়েছিল?
স্টেডিয়ামে চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছিল?
আহতদের কী তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছিল? যদি না হয়, তাহলে কেন?
আহতদের হাসপাতালে নিয়ে যেতে কত সময় নেওয়া হয়েছিল?
কে এই বিজয় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন?
অনুষ্ঠানের জন্য কি অনুমতি নেওয়া হয়েছিল?
এই ধরণের কোনও উদযাপনে ৫০,০০০ বা তার বেশি লোকের ভিড় পরিচালনা করার জন্য কোনও এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি) প্রণয়ন করা হয়েছিল?
সূত্রের খবর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর আইনি উপদেষ্টা এ এস পোন্নানা এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে এম শশিকিরণ শেঠির সঙ্গে আলোচনার পর কর্ণাটক হাইকোর্টে এই নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। পাশাপাশি ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ কমিশনার-সহ পাঁচ জন পুলিশ কর্তাকে বরখাস্ত করেছে কর্ণাটক সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনুমতি না দেওয়া হলেও, সেটা লিখিত আকারে আয়োজকদের জানানো হয়নি সঠিক ভাবে।
অন্যদিকে, শুক্রবার কর্ণাটক হাইকোর্ট বেঙ্গালুরু পদপিষ্ট মামলায় কর্ণাটক ক্রিকেট বোর্ডের সভাপতি রঘুরাম ভাট সহ তিনজনকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এছাড়া শনিবার কর্ণাটক সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি জন মাইকেল কুনহার নেতৃত্বে স্টেডিয়াম দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন