Karnataka: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে FIR দায়ের

People's Reporter: ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সঙ্গে প্রথমবার যৌন সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। অভিযোগ, এরপর একাধিক অনুরোধ সত্ত্বেও কোনও বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি।
Karnataka: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে FIR দায়ের
ছবি - প্রতীকী
Published on

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল কর্ণাটকের এক বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, গত দু'বছর ধরে নির্যাতিতার উপর যৌন নির্যাতন চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে। ইতিমধ্যেই বিধায়কের ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

কর্ণাটকের ঔরাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রভু চৌহান। তাঁর ছেলে প্রতীক চৌহানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন মহারাষ্ট্রের ২৫ বছর বয়সী এক তরুণী। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিদার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

এফআইআর অনুসারে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে একটি হোটেলে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সঙ্গে প্রথমবার যৌন সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। এরপর ওই বছর ২৫ ডিসেম্বর বিদারের আওরাদ তালুকের ঘামসুবাই বনথি তান্ডায় অভিযুক্তের বাসভবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয় দু'জনের।

নির্যাতিতার অভিযোগ, এরপর তাঁর পরিবারের একাধিক অনুরোধ সত্ত্বেও কোনও বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি। বরং, ভ্রমণ এবং ধর্মীয় ভ্রমণের অজুহাতে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তাঁকে লাতুর এবং শিরডি সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। জানা গেছে, একাধিক বার শারীরিক নির্যাতনও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ভালোবাসা প্রমাণের জন্য নির্যাতিতার হাতে একটি ক্ষত তৈরি করতে বাধ্য করেন অভিযুক্ত। নির্যাতিতা বারণ করলে, ছুরি নিয়ে এসে নিজের গায়ে আঘাত করেন অভিযুক্ত। চিকিৎসার জন্য উদগীরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারবার বিবাহের তারিখ চূড়ান্ত করার কথা বলা হলেও তা এড়িয়ে গেছে অভিযুক্তের পরিবার বলে জানা গেছে। এফআইআর-এ বলা হয়েছে, ২০২৫ সালের ৫ জুলাই নির্যাতিতার পরিবার অভিযুক্তের পরিবারের সাথে বিয়ের তারিখ স্থির করার জন্য যোগাযোগ করলে, প্রতীক চৌহান এবং তাঁর বাবা মিলে তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং তাঁদের যা ইচ্ছে হয় করতে বলেন। এরপরই মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Karnataka: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে FIR দায়ের
Maharashtra: আধ্যাত্মিক শুদ্ধির নামে লাঠিপেটা, জোর করে মূত্রপান! স্বঘোষিত বাবার বিরুদ্ধে দায়ের FIR
Karnataka: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে FIR দায়ের
Maharashtra: হিন্দুত্ববাদী সংগঠনের দাবি মেনে ইসলামপুর হবে ইশ্বরপুর! শহরের নাম বদল মহারাষ্ট্র সরকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in