
ফের জঙ্গি হানার আশঙ্কা রয়েছে জম্মু ও কাশ্মীরে! আর সেই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে ৪৮ টি পর্যটন কেন্দ্র। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮ টি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
সূত্রের খবর, মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের ৪৮ টি জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। যার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সিনথান টপ, ইউসমার্গ, বাঙ্গাস ভ্যালি, শ্রুঞ্জ জলপ্রপাত, গোগালদারা, কামানপোস্ট এবং অষ্টান্মার্গ। এ ছাড়াও বন্ধ রয়েছে তৌসিমায়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা।
তালিকায় রয়েছে, রাজপোরা, চিয়ারহার, মুন্দিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, সূর্য মন্দির, ভেরিনাগ গার্ডেন, আকদ পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবরেশি, রিঙ্গাওয়ালি, বাদেরকোট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাঙ্গারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়ারি, রাজোরি কাদাল হোটেল, আইভরি হোটেল, পাড়শাপাল রিসর্ট, চেরি ট্রি রিসর্ট, নর্থ ক্লিফ ক্যাফে, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসর্ট (দারা), অষ্টান্মার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম এবং নারানাগ। এগুলির মধ্যে কোনও কোনও স্থানে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান।
তবে গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্যান্য সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে। তবে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। এমনকি পাহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ডোডা এবং কিশ্তোয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা সংস্থা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন পর্যটক। তারপর থেকে কাশ্মীরজুড়ে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ মেলেনি হামলাকারীদের। এমনকি জঙ্গি হামলার আশঙ্কাও কমে নি। বরং আশঙ্কা, এই আবহেই শীঘ্রই দ্বিতীয় হামলা চালাতে পারে জঙ্গিরা। সেকারণে আগে থেকে বাড়তি সতর্কতা প্রশাসনের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন