Farmers Protest: অনশনরত কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি না করলে আদালত অবমাননা হবে - সুপ্রিম কোর্ট

People's Reporter: অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালকে হাসপাতালে স্থানান্তরিত না করা হলে পাঞ্জাবের মুখ্যসচিব কে এ পি সিনহা ও ডিজিপি গৌরব যাদবকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে। জানিয়েছে সুপ্রিম কোর্ট।
অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল
অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল ফাইল ছবি, দ্য ট্রিবিউন-এর সৌজন্যে
Published on

যদি অবিলম্বে অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালকে হাসপাতালে স্থানান্তরিত না করা হয়ে সেক্ষেত্রে পাঞ্জাবের মুখ্যসচিব কে এ পি সিনহা এবং পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদবকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে। শনিবার এই মর্মে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কৃষক নেতা ডালেওয়াল গত ২৬ নভেম্বর থেকে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে অনশন করছেন খানৌরি সীমান্ত অঞ্চলে।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি সুধাংশু ঢুলিয়ার বেঞ্চ পাঞ্জাবের মুখ্যসচিব এবং ডিজিপিকে এই নির্দেশ দিয়েছে। কেন এঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই বিচারপতি।

আদালতে বিচারপতিদের বেঞ্চের সামনে পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিং জানান, জগজিত সিং ডালেওয়াল হাসপাতালে যেতে অস্বীকার করেছেন এবং ওই খানে থাকা আন্দোলনরত কৃষকরাও তাঁকে নিয়ে যেতে দিচ্ছেন না। যদি তাঁকে জোর করে পুলিশ হাসপাতাল নিয়ে যাবার চেষ্টা করে সেক্ষেত্রে আন্দোলনরত কৃষক এবং পুলিশ - দুই পক্ষেরই কিছু ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। তিনি আরও জানান, আমরা এই বিষয়ে অসহায় এবং পুরো পরিস্থিতি আমাদের জন্য খুবই দুঃখজনক।

ডালেওয়ালের শারীরিক অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে আদালত জানিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী শুনানির আগে যে কোনও ভাবে অনশনরত কৃষকনেতাকে হাসাপাতালে নিয়ে যেতে হবে।

অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের উত্তরে বেঞ্চ জানায়, যদি রাজ্য প্রশাসন নিজেদের অসহায় বলে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেই সম্পর্কে কোনও ধারণা আছে? আদালত কখনই অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে বলছে না।

এর আগে আদালত জানিয়েছিল, ডালেওয়ালের শারীরিক অবস্থা স্থিতিশীল করার দায়িত্ব সম্পূর্ণভাবে পাঞ্জাব সরকারের। যার জন্য যদি তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রয়োজনে তাঁকে বিক্ষোভ স্থল থেকে ৭০০ মিটার দূরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করতে হবে।

অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল
Farmers Protest: কৃষক নেতা ডালেওয়ালের অনশন ৩২ দিনে, পাঞ্জাব সরকারকে বিশেষ নির্দেশ শীর্ষ আদালতের
অনশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল
Farmers' Protest: ১০১ কৃষকের দিল্লি অভিযান - হরিয়ানা সীমান্তে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in