Farmers Protest: খানৌরিতে কৃষকদের মহাপঞ্চায়েতে জনজোয়ার, ৪০ দিনে পড়লো ডালেওয়ালের অনশন

People's Reporter: এদিন পাটিয়ালার কাছে খানৌরি সীমান্ত অঞ্চলে কৃষকদের মহাপঞ্চায়েতে ব্যাপক জমায়েত হয়। এই নিয়ে এক মাসের কম সময়ে চতুর্থ বার এত বড়ো সমাবেশের সাক্ষী থাকলো খানৌরি।
শনিবার খানৌরি সীমান্তে কৃষকদের মহাপঞ্চায়েত
শনিবার খানৌরি সীমান্তে কৃষকদের মহাপঞ্চায়েতছবি রামনদীপ সিং-এর এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

৪০ দিনে পড়লো কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালের অনশন। কৃষকদের একাধিক দাবির পক্ষে গত ২৬ নভেম্বর থেকে খানৌরি সীমান্তে আমরণ অনশনে বসেছেন সংযুক্ত কিষাণ মোর্চা (নন পলিটিক্যাল) নেতা জগজিত সিং ডালেওয়াল। এদিনই পাঞ্জাবের খানৌরি সীমান্তে অনুষ্ঠিত হয় কৃষকদের মহাপঞ্চায়েত।

এদিন পাটিয়ালার কাছে খানৌরি সীমান্ত অঞ্চলে কৃষকদের মহাপঞ্চায়েতে ব্যাপক জমায়েত হয়। এই নিয়ে এক মাসের কম সময়ে চতুর্থ বার এত বড়ো সমাবেশের সাক্ষী থাকলো খানৌরি। অসুস্থ শরীর নিয়েই মহাপঞ্চায়েতে উপস্থিত জনতাকে অভিনন্দন জানিয়ে ডালেওয়াল বলেন, ‘আমাদের জয় নিশ্চিত’।

এদিন ডালেওয়াল বলেন, আমি সমস্ত কৃষকদের কাছে আবেদন করছি আপনারা আরও বড়ো সংখ্যায় এখানে আসুন। আপনারা যত বেশি সংখ্যায় এখানে আসবেন ততই ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা পেতে আমাদের সুবিধা হবে। আমাদের আন্দোলন আরও জোরদার হবে।

গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে খানৌরি এবং শম্ভু সীমান্ত অঞ্চলে সংযুক্ত কিষাণ মোর্চা (নন পলিটিক্যাল) এবং কিষাণ মজদুর মোর্চার ডাকে অবস্থান চালাচ্ছেন কৃষকরা। এই দুই সীমান্ত অঞ্চলেই কৃষকদের দিল্লি চলো অভিযান আটকে রাখা হয়েছে। বিগত এক মাসের মধ্যে বেশ কয়েকবার দিল্লিতে প্রবেশের চেষ্টা করলেও বারবার নিরাপত্তাবাহিনী ও হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাঁদের আটকে দেওয়া হয়েছে।

শনিবার খানৌরি সীমান্তে কৃষকদের মহাপঞ্চায়েত
Farmers Protest: অনশনরত কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি না করলে আদালত অবমাননা হবে - সুপ্রিম কোর্ট
শনিবার খানৌরি সীমান্তে কৃষকদের মহাপঞ্চায়েত
Farmers Protest: ৪ জানুয়ারি খানৌরিতে মহাপঞ্চায়েতের ডাক কৃষকদের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in