

৪০ দিনে পড়লো কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালের অনশন। কৃষকদের একাধিক দাবির পক্ষে গত ২৬ নভেম্বর থেকে খানৌরি সীমান্তে আমরণ অনশনে বসেছেন সংযুক্ত কিষাণ মোর্চা (নন পলিটিক্যাল) নেতা জগজিত সিং ডালেওয়াল। এদিনই পাঞ্জাবের খানৌরি সীমান্তে অনুষ্ঠিত হয় কৃষকদের মহাপঞ্চায়েত।
এদিন পাটিয়ালার কাছে খানৌরি সীমান্ত অঞ্চলে কৃষকদের মহাপঞ্চায়েতে ব্যাপক জমায়েত হয়। এই নিয়ে এক মাসের কম সময়ে চতুর্থ বার এত বড়ো সমাবেশের সাক্ষী থাকলো খানৌরি। অসুস্থ শরীর নিয়েই মহাপঞ্চায়েতে উপস্থিত জনতাকে অভিনন্দন জানিয়ে ডালেওয়াল বলেন, ‘আমাদের জয় নিশ্চিত’।
এদিন ডালেওয়াল বলেন, আমি সমস্ত কৃষকদের কাছে আবেদন করছি আপনারা আরও বড়ো সংখ্যায় এখানে আসুন। আপনারা যত বেশি সংখ্যায় এখানে আসবেন ততই ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা পেতে আমাদের সুবিধা হবে। আমাদের আন্দোলন আরও জোরদার হবে।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে খানৌরি এবং শম্ভু সীমান্ত অঞ্চলে সংযুক্ত কিষাণ মোর্চা (নন পলিটিক্যাল) এবং কিষাণ মজদুর মোর্চার ডাকে অবস্থান চালাচ্ছেন কৃষকরা। এই দুই সীমান্ত অঞ্চলেই কৃষকদের দিল্লি চলো অভিযান আটকে রাখা হয়েছে। বিগত এক মাসের মধ্যে বেশ কয়েকবার দিল্লিতে প্রবেশের চেষ্টা করলেও বারবার নিরাপত্তাবাহিনী ও হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাঁদের আটকে দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন