
এবার ডিজিটাল গ্রেফতারির শিকার উত্তরপ্রদেশে নয়ডার পুরো পরিবার। পুরো পরিবারকে পাঁচ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখল সাইবার অপরাধীরা। পাশাপাশি, ওই পরিবারের থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা 'লুঠে' নেওয়ার অভিযোগ উঠল সাইবার অপরাধীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। তাঁকে জানানো হয় বিএসএনএলের দফতরে দ্রুত যোগাযোগ করতে। এমনকি, সিমকার্ড ব্লক করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
অভিযোগকারী আরও জানিয়েছেন, কিছু সময় পরে আর একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে আইপিএস অফিসার হিসাবে পরিচয় দেন। জানানো হয়, মুম্বাইয়ের কোলাবা থানা থেকে ফোন করা হচ্ছে। ভিডিও কলও করেন ওই 'আইপিএস অফিসার'। চন্দ্রভানের অভিযোগ, ওই অফিসার জানান, তাঁর বিরুদ্ধে ২৪ টি জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতারণার মামলা দায়ের হয়েছে। এমনকি সিবিআই মামলাগুলির তদন্ত করছে বলেও জানানো হয়।
এরপরেই এক কোটি টাকার দাবি করে 'আইপিএস অফিসার'। এমনকি নির্ধারিত সময়ে টাকা না দিলে পুরো পরিবারকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেওয়া হয়। জানানো হয়, তাঁদের বিরুদ্ধে গ্রেফতারীর পরোয়ানা জারি করার প্রস্তুতি চলছে। চন্দ্রভানের অভিযোগ, ভিডিও কল পাওয়ার পর তাঁর স্ত্রী এবং মেয়েকেও ডিজিটালভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারী থেকে বাঁচতে হলে প্রয়োজনীয় টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া শুরু হয় তাঁদের। এই পরিস্থিতিতে রীতিমতো ভয় পেয়ে যান চন্দ্রভান। পাঁচ দিনের মধ্যে কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে এক কোটি ১০ লক্ষ টাকা নিয়েছেন অভিযুক্তরা বলে অভিযোগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন