NIT Calicut: রাম মন্দির উদ্বোধনের দিন কলেজে বিক্ষোভ দেখানোর 'শাস্তি'! বরখাস্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

People's Reporter: কলেজ কর্তৃপক্ষের বরখাস্তের নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার এস আফ আই এবং কে এস ইউ তীব্র বিক্ষোভ দেখায়। যার জেরে আপাতত ওই পড়ুয়ার বরখাস্তের নোটিশে স্থগতিদেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
NIT Calicut: রাম মন্দির উদ্বোধনের দিন কলেজে বিক্ষোভ দেখানোর 'শাস্তি'! বরখাস্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
ছবি - প্রতীকী

রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন বিক্ষোভ দেখানোয় বরখাস্ত করা হলো এন আই টি (NIT) কালিকটের চতুর্থ বর্ষের এক পড়ুয়াকে। যা নিয়ে কলেজ ক্যাম্পাস রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে।

গত ২২ জানুয়ারি দেশের একাধিক শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ ছিল অয্যোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে। আবার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ওই দিনে আবির, গেরুয়া পতাকা নিয়ে উদযাপন করেছিলেন অনেকে। এন আই টি কালিকট ক্যাম্পাসেও বেশ কয়েকজন পড়ুয়া দিনটি উদযাপন করেন। তাদের বাধা দেয় বৈশাখ প্রেমকুমারের নেতৃত্বাধীন এক দল পড়ুয়া। দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।

কলেজ সূত্রে খবর, এক দল পড়ুয়া বিজ্ঞান এবং আধ্যাত্মিক ক্লাবের ব্যানারে গেরুয়া রঙের ভারতের মানচিত্র এঁকে, শ্লোগান দিয়ে রাম লালা প্রতিষ্ঠার দিন উদযাপন করছিল। কিন্তু প্রেমকুমার একাধিক প্ল্যাকার্ড নিয়ে তাদের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্ল্যাকার্ডে লেখা ছিল 'ভারত রাম রাজ্য নয়'। প্রেমকুমারের সাথে বেশ কয়েজন ছাত্রও ছিল। জানা যাচ্ছে ওই বাধাদানের কারণে বৈশাখ প্রেমকুমারকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ৩১ জানুয়ারি ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেরার এক বছরের জন্য প্রেমকুমারকে সাসপেন্ড করেন।

কলেজ কর্তৃপক্ষের বরখাস্তের নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার এস আফ আই এবং কে এস ইউ তীব্র বিক্ষোভ দেখায়। যার জেরে আপাতত ওই পড়ুয়ার বরখাস্তের নোটিশে স্থগতিদেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত পড়ুয়ার বক্তব্য শুনবে কলেজ কর্তৃপক্ষে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

NIT Calicut: রাম মন্দির উদ্বোধনের দিন কলেজে বিক্ষোভ দেখানোর 'শাস্তি'! বরখাস্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দকে বেকসুর খালাস আদালতের
NIT Calicut: রাম মন্দির উদ্বোধনের দিন কলেজে বিক্ষোভ দেখানোর 'শাস্তি'! বরখাস্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
৪৮ ঘন্টার ধর্ণা কর্মসূচি শুরু মুখ্যমন্ত্রীর, অবস্থানরত SLST চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল পুলিশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in