

ভূমিকম্পের কবলে আসাম। সোমবার ভোররাতে আসাম সহ দেশের বিভিন্ন অংশে এই ভূমিকম্প অনুভূত হয়। যদিও এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটর স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। সোমবার ভোর ৪টে ১৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সকাল ৪.২৯ মিনিটে তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) জানিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মরিগাঁও, আসাম। ভূমি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। আসামের তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কপিলি ফল্ট লাইন সংলগ্ন অঞ্চলে। এই অঞ্চলেও অতীতেও একাধিক ভূমিকম্প হয়েছে। সোমবারের ভূমিকম্প আসাম ছাড়াও উত্তর পূর্বের একাধিক রাজ্যে অনুভূত হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন