Karnataka: 'কোনও কিছু স্থায়ী নয়...' - কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছাড়তে পারেন ডি কে শিবকুমার!

People's Reporter: বেঙ্গালুরুতে দলীয় এক অনুষ্ঠানে ডি কে শিবকুমার বলেন, পাঁচ বছর ছ’মাস হয়ে গেছে। মার্চে ছয় বছর হবে। এই পদ চিরদিন ধরে রাখা সম্ভব নয়।
ডি কে শিবকুমার
ডি কে শিবকুমারফাইল ছবি সংগৃহীত
Published on

কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি পদ ছাড়ার ইঙ্গিত দিলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তবে কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যেই থাকবেন বলেও জানিয়েছেন তিনি। তবে কি সিদ্দারামাইয়াকে সরিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার? জল্পনা তুঙ্গে।

বেঙ্গালুরুতে দলীয় এক অনুষ্ঠানে ডি কে শিবকুমার বলেন, “পাঁচ বছর ছ’মাস হয়ে গেছে। মার্চে ছয় বছর হবে। এই পদ চিরদিন ধরে রাখা সম্ভব নয়। তবে চিন্তা করবেন না। আমি সামনের সারিতেই থাকব।”

কিন্তু কী কারণে তিনি পদ ছাড়তে চলেছেন তা নিশ্চিত নয়। শিবকুমার জানান, সভাপতি পদ ছাড়ার আগে তিনি রাজ্যে ১০০টি নতুন কংগ্রেস অফিস চালু করার কাজ সম্পূর্ণ করতে চান। তিনি বলেন, “উপমুখ্যমন্ত্রী হওয়ার সময়ই আমি দায়িত্ব ছাড়তে চেয়েছিলাম। কিন্তু রাহুল গান্ধী ও সংগঠনের সভাপতি মল্লিকার্জুন খড়গে আমাকে পদ ছাড়তে দেননি। তাই দায়িত্ব পালন করেছি। কেউ স্থায়ী নন। আমি একটা উদাহরণ তৈরি করতে চেয়েছি।”

এর আগের দিনই তিনি বিধায়কদের মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মন্তব্য করে বলেন, “যাঁরা কাজ করেন, তাঁদের আকাঙ্ক্ষা থাকতেই পারে। এতে ভুল কোথায়?” আর নেতৃত্ব বদল নিয়ে প্রশ্নে রসিকতা করে বলেন, “একজন জ্যোতিষীর কাছে যান।”

ক্রমশ জোরালো হচ্ছে শিবকুমারের কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবকুমার ও বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ‘ওয়ান ম্যান, ওয়ান পোস্ট’ নিয়ম দেখিয়ে সিদ্দারামাইয়া শিবির তখন দাবি করে, কেপিসিসি প্রধান থাকায় শিবকুমার মুখ্যমন্ত্রী হতে পারবেন না।

তারপর থেকে ৫ বছরের অর্ধেক সময় সিদ্দারামাইয়া এবং অর্ধেক সময় শিবকুমারের মুখ্যমন্ত্রী থাকার জল্পনা বাড়তে থাকে। জুন মাসেই সিদ্দারামাইয়ার ২.৫ বছর পূরণ হয়েছে। ফলে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা ফের শুরু হয়েছে।

ডি কে শিবকুমার
UP: রক্ষকই ভক্ষক! যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেই ধর্ষণের শিকার তরুণী!
ডি কে শিবকুমার
অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারবেন না রাজ্যপাল! প্রয়োজনে ৩ বিকল্পের উল্লেখ সুপ্রিম কোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in